ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভোট গণনা শুরু, এলইডি স্ক্রিনে দেখছেন শিক্ষার্থীরা Logo ডিএমপির যুগ্ম কমিশনারসহ ৬ কর্মকর্তার রদবদল Logo জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল সমর্থিত প্যানেলের Logo চলছে ভোট গণনা ,ভিড় বেড়েছে শাহবাগে, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী Logo শান্তিপূর্ণভাবে শেষ হলো ৩৮তম ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ Logo তোপের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী Logo ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছে ছাত্রদল : নুরুল ইসলাম সাদ্দাম Logo ডাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতির লাইভ শেষে সাংবাদিকের মৃত্যু Logo দুপুরের মধ্যেই অধিকাংশ ভোট কাস্ট, চাপ নেই ভোটারের Logo আপনি পদত্যাগ করলে আমার কী, নারী সহকারী প্রক্টরকে তানভির বারী হামিম

নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে, অভিযোগ জিএস পদপার্থী ফরহাদের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৫৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • 53

ডাকসু নির্বাচনে ছাত্রদল আচরণবিধি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস পদপার্থী এস এম ফরহাদ। পাশাপাশি নির্বাচন কমিশন তাদের বিষয়ে পক্ষপাতদুষ্ট আচরণ করছে বলেও অভিযোগ করেন তিনি।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকালে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে এসে এস এম ফরহাদ এসব অভিযোগ করেন।

ফরহাদ বলেন, এখন পর্যন্ত ভোটগ্রহণ, শিক্ষার্থীদের রেসপন্স, অনাবাসী শিক্ষার্থীদের আগমন, নারী শিক্ষার্থীদের আগমন সবকিছু সন্তোষজনক ছিল। শিক্ষার্থীরা বেশ ভালোভাবেই এসেছে। সবাই ভোট দিচ্ছেন যার যার মতো করে।

তিনি আরও বলেন, অসঙ্গতিও লক্ষ করেছি। কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে বিতরণের মতো ক্যাম্পেইনে নিষেধাজ্ঞা ছিল। আমরা দেখেছি ছাত্রদলের দিক থেকে লাইনে এসে এসে লিফলেট, কাগজ দেওয়ার ঘটনা ঘটেছে। সব কেন্দ্রেই এটা ঘটেছে।

তিনি বলেন, আমরা কনসার্ন জানানোর পরেও সেটা থামানো হয়নি। এগুলো আচরণবিধির লঙ্ঘন এবং যারা লাইনে দাড়াচ্ছে তাদের জন্য কারণ। নির্বাচন কমিশন কেন ব্যবস্থা নিচ্ছে না আমরা জানি না। এখনো তারা পক্ষপাতদুষ্ট আচরণ করছে।

এস এম ফরহাদ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে যে সংগঠনটি, তারা অভিযোগ জানিয়েছে, তাদের পোলিং এজেন্টকে বের করে দিয়ে ছাত্রদলের পোলিং এজেন্টকে অ্যাক্সেস দেওয়া হয়েছে। এটিও খুব উদ্বেগের জায়গা। এই ধরনের আচরণগুলো খুবই পক্ষপাতদুষ্ট আচরণ। প্রশাসন রীতিমতো আগের মতো এসব বিষয়ে নীরব থাকছে। ছাত্রদলের বিষয়ে কনসার্ন জানানোর পরে ইমিডিয়েট যে অ্যাকশন নেওয়ার কথা ছিল, সেটি না নিয়ে এখনো নীরব ভূমিকা পালন খুবই দুঃখজনক।

জনপ্রিয় সংবাদ

ভোট গণনা শুরু, এলইডি স্ক্রিনে দেখছেন শিক্ষার্থীরা

নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে, অভিযোগ জিএস পদপার্থী ফরহাদের

আপডেট সময় ১১:৫৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

ডাকসু নির্বাচনে ছাত্রদল আচরণবিধি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস পদপার্থী এস এম ফরহাদ। পাশাপাশি নির্বাচন কমিশন তাদের বিষয়ে পক্ষপাতদুষ্ট আচরণ করছে বলেও অভিযোগ করেন তিনি।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকালে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে এসে এস এম ফরহাদ এসব অভিযোগ করেন।

ফরহাদ বলেন, এখন পর্যন্ত ভোটগ্রহণ, শিক্ষার্থীদের রেসপন্স, অনাবাসী শিক্ষার্থীদের আগমন, নারী শিক্ষার্থীদের আগমন সবকিছু সন্তোষজনক ছিল। শিক্ষার্থীরা বেশ ভালোভাবেই এসেছে। সবাই ভোট দিচ্ছেন যার যার মতো করে।

তিনি আরও বলেন, অসঙ্গতিও লক্ষ করেছি। কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে বিতরণের মতো ক্যাম্পেইনে নিষেধাজ্ঞা ছিল। আমরা দেখেছি ছাত্রদলের দিক থেকে লাইনে এসে এসে লিফলেট, কাগজ দেওয়ার ঘটনা ঘটেছে। সব কেন্দ্রেই এটা ঘটেছে।

তিনি বলেন, আমরা কনসার্ন জানানোর পরেও সেটা থামানো হয়নি। এগুলো আচরণবিধির লঙ্ঘন এবং যারা লাইনে দাড়াচ্ছে তাদের জন্য কারণ। নির্বাচন কমিশন কেন ব্যবস্থা নিচ্ছে না আমরা জানি না। এখনো তারা পক্ষপাতদুষ্ট আচরণ করছে।

এস এম ফরহাদ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে যে সংগঠনটি, তারা অভিযোগ জানিয়েছে, তাদের পোলিং এজেন্টকে বের করে দিয়ে ছাত্রদলের পোলিং এজেন্টকে অ্যাক্সেস দেওয়া হয়েছে। এটিও খুব উদ্বেগের জায়গা। এই ধরনের আচরণগুলো খুবই পক্ষপাতদুষ্ট আচরণ। প্রশাসন রীতিমতো আগের মতো এসব বিষয়ে নীরব থাকছে। ছাত্রদলের বিষয়ে কনসার্ন জানানোর পরে ইমিডিয়েট যে অ্যাকশন নেওয়ার কথা ছিল, সেটি না নিয়ে এখনো নীরব ভূমিকা পালন খুবই দুঃখজনক।