ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আচরণ বিধি লঙ্ঘন করে ডেস্ক বসিয়েছে ছাত্রদল : সাদিক কায়েম

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:০৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • 54

ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থীজোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক কায়েম অভিযোগ করেছেন, ‘নির্বাচন কমিশন আমাদের জানিয়েছেন, কেন্দ্রে কোনো ডেস্ক বসানো যাবে না—তাই আমরা কোনো ডেস্ক বসাইনি। একইসঙ্গে কোনো স্লিপও দেওয়া যাবে না। কিন্তু আমরা সকালে এসে দেখেছি, ছাত্রদলের কয়েকজন প্রার্থী এখানে ডেস্ক বসিয়েছে এবং তারা ভেতরে ভোটারদের স্লিপ দিচ্ছেন। আমরা সবাইকে আহ্বান করব, নির্বাচন আচরণ বিধি মেনে চলার জন্য।’

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে ভোট কেন্দ্রে দেখতে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

এ সময় তিনি বলেন, এই নির্বাচনের মাধ্যমে আমরা দেশবাসীকে একটি চমৎকার বার্তা দিতে চাই—আমাদের গণতন্ত্রের একটি স্থায়ী পরিসর তৈরি করতে। সে জায়গায় আমরা বলেছি, একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য যেন তাঁরা দায়িত্বশীল আচরণ করেন। আমরা এখন পর্যন্ত পর্যবেক্ষণ করছি। আমরা আশা করব, সকালে যেভাবে আমাদের নির্বাচন শুরু হয়েছে, শেষ পর্যন্ত সুন্দরভাবে, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে।

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের স্বপ্নের ক্যাম্পাস গড়া আমাদের উদ্দেশ্য। স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী আমরা থামব না। আমরা আশা রাখছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আস্থা রাখছি। তাদের ভোটের মাধ্যমে আমরা স্বপ্নের ক্যাম্পাস নির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করব।’

জনপ্রিয় সংবাদ

আচরণ বিধি লঙ্ঘন করে ডেস্ক বসিয়েছে ছাত্রদল : সাদিক কায়েম

আপডেট সময় ১০:০৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থীজোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক কায়েম অভিযোগ করেছেন, ‘নির্বাচন কমিশন আমাদের জানিয়েছেন, কেন্দ্রে কোনো ডেস্ক বসানো যাবে না—তাই আমরা কোনো ডেস্ক বসাইনি। একইসঙ্গে কোনো স্লিপও দেওয়া যাবে না। কিন্তু আমরা সকালে এসে দেখেছি, ছাত্রদলের কয়েকজন প্রার্থী এখানে ডেস্ক বসিয়েছে এবং তারা ভেতরে ভোটারদের স্লিপ দিচ্ছেন। আমরা সবাইকে আহ্বান করব, নির্বাচন আচরণ বিধি মেনে চলার জন্য।’

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে ভোট কেন্দ্রে দেখতে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

এ সময় তিনি বলেন, এই নির্বাচনের মাধ্যমে আমরা দেশবাসীকে একটি চমৎকার বার্তা দিতে চাই—আমাদের গণতন্ত্রের একটি স্থায়ী পরিসর তৈরি করতে। সে জায়গায় আমরা বলেছি, একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য যেন তাঁরা দায়িত্বশীল আচরণ করেন। আমরা এখন পর্যন্ত পর্যবেক্ষণ করছি। আমরা আশা করব, সকালে যেভাবে আমাদের নির্বাচন শুরু হয়েছে, শেষ পর্যন্ত সুন্দরভাবে, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে।

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের স্বপ্নের ক্যাম্পাস গড়া আমাদের উদ্দেশ্য। স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী আমরা থামব না। আমরা আশা রাখছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আস্থা রাখছি। তাদের ভোটের মাধ্যমে আমরা স্বপ্নের ক্যাম্পাস নির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করব।’