জামালপুরে গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো: মিজানুর রহমান (৩৫) নামের এক ব্যক্তিকে ৮ বছরের সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত।
সোমবার (৮ সেপ্টেম্বের) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমর ট্রইব্যূনাল আদালত-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেয়। মিজানুর রহমান দেওয়ানগঞ্জ উপজেলার মদনেরচর গ্রামের মো: লাল মিয়ার ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট মো: ফজলুল হক জানান, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মদনেরচর গ্রামের মো: আতাউল্লা’র সাথে ভুক্তভোগী মেয়েটি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে প্রতিবেশী মিজানুর রহমান তাকে কু’দৃষ্টিতে দেখতেন। গত ২০২৪ সালের ১২ মার্চ ভুক্তভোগী তার স্বামীর মরিচ ক্ষেতে মরিচ তুলতে যান। এ সময় মিজানুর রহমান পাশের ভুট্টা ক্ষেতে ভুট্টা তুলছিলেন। ভুক্তভোগীকে দেখে জোর পূর্বক ভুট্টা ক্ষেতে নিয়ে যায় এবং জোর পুর্বক ধর্ষণের চেষ্টা করে। সেই সময় ঔই নারীর চিৎকার ও কান্নার শব্দ শুনে তার স্বামী এবং স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসে কাপড় ছেঁড়া অবস্থায় তাকে উদ্ধার করে।
এরপর ২০২৪ সালের ১৬ মার্চ দেওয়ানগঞ্জ থানায় মামলা করতে গেলে দেওয়ানগঞ্জ থানায় মামলাটি নিতে অনিহা প্রকাশ করলে কোর্টে মামলা করা হয়। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ বিচারের জন্য মামলাটি আসলে বিচারক মুহাম্মদ আব্দুর রহিম ৫ জন সাক্ষী এবং প্রাসঙ্গিক নথি পরীক্ষা নিরীক্ষা করার পর মিজানুরকে দোষী সাব্যস্ত করে আট বছরের সশ্রম কারাদ- এবং ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন।
মামলাটি রাষ্ট্রপক্ষের হয়ে পরিচালনা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পি.পি এডভোকেট মো: ফজলুল হক এবং আসামী পক্ষের আইনজীবী এডভোকেট মো: মোতাকাব্বির হোসাইন রুবেল।