ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দেশের মানুষের পাতে জুটছে না ইলিশ, তবু ভারতে রপ্তানির সিদ্ধান্ত Logo এবার প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে উত্তাল নেপালে Logo রাত পোহালেই ডাকসু নির্বাচন : যেভাবে ভোট দিবে শিক্ষার্থীরা Logo যেদিন আমরা রাস্তায় নামব লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না Logo জামালপুরে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তির ৮ বছরের কারাদন্ড Logo বিক্ষোভে উত্তাল নেপাল: ‘নৈতিক কারণে’ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ Logo শিক্ষার্থীদের নির্ভয়ে ভোটকেন্দ্রে আসার আহ্বান ঢাবি উপাচার্যের Logo বিক্ষোভে উত্তাল নেপাল : নিহত ১৯, কাঠমান্ডুতে কারফিউ Logo সন্ত্রা/সবিরোধী আইনের মামলায় সাবেক সচিব আবু আলম শহীদ খান কারাগারে Logo ডাকসু নির্বাচনকে ঘিরে মোতায়েন থাকবে ২০৯৬ পুলিশ সদস্য

ডাকসু নির্বাচনকে ঘিরে মোতায়েন থাকবে ২০৯৬ পুলিশ সদস্য

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী।

তিনি বলেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, ভোট গ্রহণকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে স্থাপিত অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুমের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য দেন ডিএমপি কমিশনার।

তিনি বলেন, ২০৯৬ জন পুলিশ সদস্য নির্বাচনের দিন দায়িত্ব পালন করবেন। তাদের সঙ্গে ডগ স্কোয়াড, সোয়াত টিম, বিশেষায়িত টিম, বোম এক্সপোজাল ইউনিট, সাদা পোশাকের ডিবি পুলিশসহ র‍্যাব ও বিজিবির সদস্যরাও থাকবেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে ইতোমধ্যে ৮টি চেকপোস্ট চালু করা হয়েছে। পাশাপাশি মোবাইল পেট্রোল, সিসিটিভি মনিটরিং সেল ও স্ট্রাইকিং রিজার্ভ ফোর্সও নিরাপত্তায় নিয়োজিত থাকবে।

কমিশনার আরও জানান, গত এক মাস ধরে ঢাবি প্রশাসনের সঙ্গে আলোচনার ভিত্তিতে নিরাপত্তা পরিকল্পনা করা হয়েছে। গত এক সপ্তাহ ধরে বাড়তি পুলিশি তৎপরতা চালানো হয়েছে, যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয়। নিরাপত্তা কার্যক্রম চলবে ১১ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত। প্রয়োজনে সময় আরও বাড়ানো হবে।

অস্ত্র নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, আজ রাত ৮টা থেকে ১১ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত লাইসেন্সধারীরাও অস্ত্র বহন করতে পারবেন না। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে পুলিশকে অবহিত করার অনুরোধ করছি।

জনপ্রিয় সংবাদ

দেশের মানুষের পাতে জুটছে না ইলিশ, তবু ভারতে রপ্তানির সিদ্ধান্ত

ডাকসু নির্বাচনকে ঘিরে মোতায়েন থাকবে ২০৯৬ পুলিশ সদস্য

আপডেট সময় ০৮:২৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী।

তিনি বলেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, ভোট গ্রহণকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে স্থাপিত অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুমের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য দেন ডিএমপি কমিশনার।

তিনি বলেন, ২০৯৬ জন পুলিশ সদস্য নির্বাচনের দিন দায়িত্ব পালন করবেন। তাদের সঙ্গে ডগ স্কোয়াড, সোয়াত টিম, বিশেষায়িত টিম, বোম এক্সপোজাল ইউনিট, সাদা পোশাকের ডিবি পুলিশসহ র‍্যাব ও বিজিবির সদস্যরাও থাকবেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে ইতোমধ্যে ৮টি চেকপোস্ট চালু করা হয়েছে। পাশাপাশি মোবাইল পেট্রোল, সিসিটিভি মনিটরিং সেল ও স্ট্রাইকিং রিজার্ভ ফোর্সও নিরাপত্তায় নিয়োজিত থাকবে।

কমিশনার আরও জানান, গত এক মাস ধরে ঢাবি প্রশাসনের সঙ্গে আলোচনার ভিত্তিতে নিরাপত্তা পরিকল্পনা করা হয়েছে। গত এক সপ্তাহ ধরে বাড়তি পুলিশি তৎপরতা চালানো হয়েছে, যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয়। নিরাপত্তা কার্যক্রম চলবে ১১ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত। প্রয়োজনে সময় আরও বাড়ানো হবে।

অস্ত্র নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, আজ রাত ৮টা থেকে ১১ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত লাইসেন্সধারীরাও অস্ত্র বহন করতে পারবেন না। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে পুলিশকে অবহিত করার অনুরোধ করছি।