বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হুমা খান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
সাক্ষাৎটি সোমবার (৮ সেপ্টেম্বর) জামায়াতে ইসলামীর বসুন্ধরার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এসময় হুমা খানের সঙ্গে উপস্থিত ছিলেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকার বিষয়ক জুনিয়র উপদেষ্টা ব্যারিস্টার তাজরিয়ান আকরাম খান। এছাড়া জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের প্রমুখও উপস্থিত ছিলেন।
সাক্ষাতে হুমা খান জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নেন। এছাড়া বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি, গুম-খুনের বিচারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। হুমা খান জামায়াতে ইসলামীর উপস্থাপিত সংস্কার প্রস্তাবের বিভিন্ন দিক জানতে চাইলে, ডা. শফিকুর রহমান এ প্রস্তাবের বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে তুলে ধরেন।
এ সময় ডা. শফিকুর রহমান ‘জুলাই শহীদরা’ শীর্ষক জামায়াতে ইসলামীর প্রকাশিত ১২ খণ্ডের ইংরেজি সংস্করণের বইও হুমা খানের হাতে উপহার দেন।