রাত পোহালেই মিনি পার্লামেন্ট খ্যাত ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচন। ছয় বছর পর আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। ভোট আয়োজনে প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ৮টি ভোটকেন্দ্র। তবে এই নির্বাচনের শারীরিক শিক্ষা কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ মনে করছে সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থা।
জানা গেছে, ডাকসুর ৮ কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হলো শারীরিক শিক্ষা কেন্দ্র। এ কেন্দ্রের পাশে রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও চানখারপুল। এখানে যেকোনো ধরনের ঝামেলা করে সটকে পড়ার সুযোগ রয়েছে। এ ছাড়াও শারীরিক শিক্ষা কেন্দ্রে ভোট দেবেন জগন্নাথ হলসহ ছেলেদের তিনটি হলের শিক্ষার্থীরা।
এদিকে, ঝুঁকিপূর্ণ কেন্দ্রসহ পুরো ক্যাম্পাসে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এছাড়াও সিভিল পোশাকে থাকছে একাধিক গোয়েন্দা সংস্থার সদস্য।
গোয়েন্দা সংস্থার সদস্যরা জানান, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনার শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই সর্তকতা অবলম্বন করতে হবে সবাইকে।
জানা গেছে, এই কেন্দ্রের অধীনে থাকবে জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হল। কেন্দ্রটির রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্বে থাকবেন তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হক। তার অধীনে পোলিং অফিসারের দায়িত্বে থাকবেন দুইজন (একজন শিক্ষক ও রিজার্ভ অপরজন কর্মকর্তা)।
এ ছাড়া এই কেন্দ্রের জগন্নাথ হলের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্বে থাকছেন পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. শান্টু বড়ুয়া ও হলের আবাসিক শিক্ষক মি. উচিংলয়েন। তাদের অধীনে পোলিং অফিসারের দায়িত্বে থাকবেন ৭টি টেবিলে মোট ১৪ জন শিক্ষক-কর্মকর্তা। এছাড়া তাদের সহায়তায় তিনজন কর্মচারী থাকবেন দায়িত্বে।
এই কেন্দ্রের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্বে থাকছেন শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন সিদ্দিকী ও হলের আবাসিক শিক্ষক মো. রাফিউল ইসলাম রাঙ্গা। তাদের অধীনে পোলিং অফিসারের দায়িত্বে থাকবেন ৬টি টেবিলে মোট ১২ জন শিক্ষক-কর্মকর্তা। এছাড়া তাদের সহায়তায় তিনজন কর্মচারী থাকবেন দায়িত্বে।
সলিমুল্লাহ মুসলিম হলের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্বে থাকছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. নুরুল আমিন ও হলের সহকারী আবাসিক শিক্ষক জাওয়াদ ইবনে ফরিদ। তাদের অধীনে পোলিং অফিসারের দায়িত্বে থাকবেন ২টি টেবিলে মোট ৪ জন শিক্ষক-কর্মকর্তা। এছাড়া তাদের সহায়তায় তিনজন কর্মচারী থাকবেন দায়িত্বে।
উল্লেখ্য, ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত আটটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
এবার ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪৭১ জন। আর ১৮টি হল সংসদে নির্বাচন হবে ১৩টি করে পদে। হল সংসদের ২৩৪টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ১ হাজার ৩৫ জন। অর্থাৎ সব মিলিয়ে এবার ভোটারদের ৪১টি ভোট দিতে হবে। ঢাকা ভয়েস/২৪