পবিত্র সিরাতুন্নবী উপলক্ষে মৌলভীবাজারে মৌসাসের ‘ইশকে মুহাম্মদ (সা.) নাত মাহফিল’ শীর্ষক না’ত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) রাতে শহরের ঐতিহাসিক টাউন ঈদগাহ ময়দানে অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক শ্রোতা উপস্থিত ছিলেন।
ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত মাহফিলে হামদ-নাত পরিবেশনের মধ্য দিয়ে পর্দার উন্মোচন হয়। এতে আলোচকবৃন্দ মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনদর্শন, আদর্শ ও চরিত্রের ওপর আলোকপাত করেন। বক্তারা বলেন, নবীজীর শিক্ষা কেবল ইতিহাসের জন্য নয়, বরং প্রতিটি মুসলমানের জীবনযাপনে বাস্তবায়ন করা অত্যাবশ্যক। সমাজ থেকে অশান্তি, হিংসা-বিদ্বেষ ও অনৈতিকতা দূর করতে হলে অবশ্যই রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শকে ধারণ করতে হবে।
এ সময় তারা আরও উল্লেখ করেন, বর্তমান প্রজন্মকে ইসলামের সঠিক দিকনির্দেশনা দেওয়ার জন্য এ ধরনের মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার ও সমাজে ইসলামের শিক্ষা ছড়িয়ে দিতে এবং নবীজীর সুন্নাহ অনুসরণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
নাত মাহফিলে অংশগ্রহণকারীরা জানান, দীর্ঘদিন পর মৌলভীবাজার শহরে এ ধরনের বৃহৎ পরিসরে নাত মাহফিল অনুষ্ঠিত হলো। এতে তারা গভীর আত্মিক প্রশান্তি লাভ করেছেন। তাদের ভাষ্য— “যতবার এমন অনুষ্ঠান হবে, ততবার মানুষ ইসলামের আলোয় উদ্বুদ্ধ হবে এবং নবীজীর আদর্শে সমাজ গড়ে উঠবে।”
ধর্মীয় আবেগে পরিপূর্ণ এ মাহফিল শহরের সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলে। অনেকে আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে মৌলভীবাজারসহ দেশের প্রতিটি অঞ্চলে এ ধরনের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান আরও বেশি আয়োজন করা হবে।