জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করা হয়। আগামী ১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচন হওয়ার কথা রয়েছে।
রিট আবেদনে কি কারণ দেখানো হয়েছে, তা জানা যায়নি। শুনানির বিষয়েও বিস্তারিত কিছু জানা যায়নি। ৩৩ বছর পর জাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাসে এখন উৎসবমুখর পরিবেশ। ১৯৭২ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এ পর্যন্ত ৯ বার অনুষ্ঠিত হয়েছে জাকসু নির্বাচন। ১৯৯৩ সালের ২৯ জুলাই সবশেষ এক ছাত্রকে বহিষ্কারকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের সংঘর্ষ হলে জাকসু ও হল সংসদ বাতিল করে প্রশাসন।
এরপর থেকে আর নির্বাচন হয়নি। আগামী ১১ সেপ্টেম্বর জাকসু ও হল সংসদ নির্বাচন হবে। এতে ছাত্রদল, ছাত্রশিবির, বামপন্থী সংগঠনসহ স্বতন্ত্র প্রার্থীরা অংশ নিচ্ছেন।