মুন্সিগঞ্জের শ্রীনগর কার্টনের ভেতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের কবুতর খোলা এলাকায় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে কোথা থেকে মরদেহটি ঐস্থানে আসরো তা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, রোববার সন্ধ্যায় স্থানীয় বড় মসজিদের সামনে একটি বাক্স দেখতে পেয়ে সেটি খুলে দেখেন লোকজন। পরে বাক্সের ভেতরে পলিথিনে মোড়ানো ও ডায়াপার পরা অবস্থায় ওই শিশুর মরদেহ দেখতে পায় তারা। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করর।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান জানান, খবর পেয়ে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে কেউ কার্টুনভর্তি করে ঘটনাস্থলে মরদেহটি ফেলে রেখে যেতে পারি। এঘটনা আইনগত মামলা হবে, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। ঘটনাটিও খতিয়ে দেখা হচ্ছে।