গাজীপুরের শ্রীপুরে এক ব্যবসায়ীকে আটক করে নিয়ে যাওয়ার সময় র্যাব সদস্যদের গাড়ি আটকে বিক্ষোভ করেছেন ব্যবসায়ী ও স্থানীয় লোকজন। রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের বরামা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। ওই ব্যবসায়ীর নাম মোশারফ হোসেন।
তিনি শ্রীপুর উপজেলার বরমী মধ্যপাড়া গ্রামের আহম্মদ আলীর ছেলে ও বরামা চৌরাস্তা এলাকায় অটোরিকশার পার্টসের ব্যবসা করেন।
এলাকাবাসী জানায়, র্যাব সদস্যরা দুটি গাড়ি নিয়ে এসে মোশাররফ হোসেনের দোকানে প্রবেশ করে অস্ত্রসহ আটকের দাবি জানায়। তাদের অভিযোগ, অস্ত্র দিয়ে ওই ব্যবসায়ীকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল। পরে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা সড়কে অবস্থান নিয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন।
খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশের একাধিক দল ঘটনাস্থলে গেলেও বিক্ষোভকারীদের সরাতে ব্যর্থ হয়। পরে যৌথবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ আব্দুল বারিক বলেন, “ব্যবসায়ী মোশারফকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে, তার কাছে সত্যিই অস্ত্র ছিল কি না সে বিষয়ে কিছু বলতে পারছি না।