ক্যান্টিন বয়কে দিয়ে হলে হলে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারের বিরুদ্ধে।
রবিবার ‘স্যার এ এফ রহমান হল পরিবার, ঢাকা বিশ্ববিদ্যালয়’ নামের একটি ফেসবুক গ্রুপে পোস্ট দিয়ে এ অভিযোগ তুলেছেন তুহিন আহমেদ সাব্বির নামের এক শিক্ষার্থী।
তুহিন আহমেদ সাব্বির ওই পোস্টে বলেন, ‘আবু বাকের মজুমদাররা বিপ্লবীদের ঘাড়ে পা দিয়ে এখন ওপরে উঠছেন তাই তাদের কাছে আমরা তুচ্ছ। ক্যান্টিন বয় দিয়ে প্রচারণা চালান।
ওরে ভোট লজ্জার। তিনি আরো বলেন, ‘প্রত্যেক ভোটারই প্রার্থীর তরফ থেকে রুমে এসে কুশল বিনিময় ডিজার্ভ করেন। যেখানে আবিদুল ইসলাম খান, সাদিক কায়েম রুমে এসে প্রচারণা চালিয়ে যান, সেখানে আপনি কোন কেউ-কেটা আমার জানা নাই।’