বিশিষ্ট লেখক, গবেষক ও বামপন্থী রাজনীতিবিদ বদরুদ্দীন উমর আর নেই । রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটের দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই রাজনীতিক। মুত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।
জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, শারীরিক অবস্থার অবনতি হলে সকালে বদরুদ্দীন উমরকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেয়া হয়েছিল।
৯৪ বছরের বর্ণাঢ্য জীবনে শিক্ষকতা ছাড়াও রাজনীতিক হিসেবে দীপ্তিমান আলো ছড়িয়েছেন বদরুদ্দীন উমর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে পেশাজীবন শুরু করেছিলেন তিনি। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাকালে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যাত্রাও শুরু হয় তারই হাত ধরে।
১১ বছরের শিক্ষকতা করে সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক সংগ্রামে যুক্ত হয়েছিলেন বদরুদ্দীন উমর। অসামান্য অবদানের জন্য দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কারসহ বেশকিছু পুরস্কারেও ভূষিত হয়েছিলেন তিনি। তবে কোনো পুরস্কারই গ্রহণ করেননি।