ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সরকারের ব্যর্থতা জোরে ঘোষণা হয়, সফলতা প্রচার হয় না Logo লন্ডনে ফিলিস্তিনপন্থিদের বিক্ষোভ, গ্রেপ্তার ৪ শতাধিক Logo নিজ ঘর থেকে স্ত্রীর গলাকাটা ও স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে, স্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা Logo উমামার নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের অব্যাহত আচরণবিধি লঙ্ঘন Logo লেখক ও বামপন্থী রাজনীতিবিদ বদরুদ্দীন উমর আর নেই Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত  শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো পাবনা ফোকাস Logo লন্ডনে ফিলিস্তিনপন্থিদের বিক্ষোভ, আটক ৪ শতাধিক Logo কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা-ভাঙচুর Logo ৬ দিন পর জ্ঞান ফিরেছে চবি শিক্ষার্থী সায়েমের , মামুনের খুলি এখনও ফ্রিজে

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত  শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো পাবনা ফোকাস

ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামের আয়োজন করেছে ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং, পাবনা শাখা।

শনিবার(০৬ সেপ্টেম্বর)  দুপুরে সরকারি এডওয়ার্ড কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে শতাধিক চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

পাবনা শাখার সহকারী পরিচালক আরিফুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে অর্থসহ তেলাওয়াত করেন হাফেজ জাকারিয়া হুসাইন, ইসলামি গান পরিবেশন করে অনির্বান শিল্পী গোষ্ঠি। এবং উদ্বোধনী বক্তব্য রাখেন ফোকাস পাবনা শাখার মহাপরিচালক গোলাম রহমান ।

পরিচালক আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকপার্কের এ্যাসিস্টেন ডিরেক্টর ইঞ্জিনিয়ার মোঃ নাঈম হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত, নাটর সিটি কলেজের এ্যাসিস্টেন প্রফেসর মোঃ সাইদুল ইসলাম, হাজি জসিম উদ্দিন ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের এ্যাসিস্টেন প্রফেসর মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার নাঈম হোসাইন বলেন; “আজকের এই সংবর্ধনা শুধু আনন্দের নয়, গর্বেরও দিন। তোমরা কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের মাধ্যমে দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ পেয়েছ। ভবিষ্যতে জ্ঞান ও সততার মাধ্যমে সমাজ ও দেশকে আলোকিত করবে—এটাই আমাদের প্রত্যাশা। শিক্ষা জীবনের এ সাফল্য কেবল একটি ধাপ, এখান থেকেই প্রকৃত যাত্রা শুরু। বিশ্ববিদ্যালয় জীবনে শুধু পড়াশোনা নয়, নৈতিকতা, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধও অর্জন করতে হবে। তোমরা প্রত্যেকে দেশের জন্য সম্পদ হয়ে উঠবে—আমরা সেই আশাই রাখি।

পাবনা ফোকাসের গত সেশনের কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী তামিম নুরানি প্রেমা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী হাসিব আল হাসান ও আতিক শাহরিয়ার শাহিন, এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মতিউর রহমান।

শিক্ষার্থীরা তাদের অভিব্যক্তিতে বলেন; আজ আমরা যে স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরেছি, তা আমাদের জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত। এই সাফল্যের পেছনে আমাদের পরিবার যেমন অক্লান্ত পরিশ্রম করেছে, ঠিক তেমনি ফোকাসের প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। প্রতিটি ক্লাসে শিক্ষকদের আন্তরিকতা, ধৈর্য ও যত্নশীল আচরণ আমাদের বারবার নতুনভাবে অনুপ্রাণিত করেছে। শুধু একাডেমিক পড়াশোনাই নয়, নৈতিক শিক্ষা ও সময় ব্যবস্থাপনায়ও ফোকাস যে দিকনির্দেশনা দিয়েছে, তা আমাদের সারাজীবন কাজে লাগবে।

আজ আমরা গর্বের সঙ্গে বলতে চাই—ফোকাস শুধু একটি কোচিং নয়, এটি আমাদের স্বপ্নপূরণের সঙ্গী। আমরা আমাদের এই সাফল্যের জন্য ফোকাস পরিবারের কাছে আজীবন ঋণী থাকব এবং আগামীতেও তাদের প্রতি কৃতজ্ঞ থাকব।

সমাপনী বক্তব্যে গোলাম রহমান বলেন; বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য সুপরিচিত এ প্রতিষ্ঠানটি টানা ৪৪ বছর ধরে শিক্ষার্থীদের সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। “শিক্ষার্থীদের এই সাফল্য আমাদের গর্ব। শুধু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াই লক্ষ্য নয়, সৎ ও যোগ্য নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলাই প্রকৃত সফলতা। ফোকাস শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি নৈতিকতা ও সময় ব্যবস্থাপনা শিখিয়েছে। এ শিক্ষা তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগবে। ফোকাস সবসময় শিক্ষার্থীদের পাশে থেকেছে এবং আগামীতেও থাকবে। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী সৎ, পরিশ্রমী ও দায়িত্বশীল হয়ে দেশকে আলোকিত করুক।

পরিশেষে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। যা তাদের আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা বৃদ্ধি করে।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সরকারের ব্যর্থতা জোরে ঘোষণা হয়, সফলতা প্রচার হয় না

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত  শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো পাবনা ফোকাস

আপডেট সময় ১১:৫৮:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামের আয়োজন করেছে ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং, পাবনা শাখা।

শনিবার(০৬ সেপ্টেম্বর)  দুপুরে সরকারি এডওয়ার্ড কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে শতাধিক চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

পাবনা শাখার সহকারী পরিচালক আরিফুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে অর্থসহ তেলাওয়াত করেন হাফেজ জাকারিয়া হুসাইন, ইসলামি গান পরিবেশন করে অনির্বান শিল্পী গোষ্ঠি। এবং উদ্বোধনী বক্তব্য রাখেন ফোকাস পাবনা শাখার মহাপরিচালক গোলাম রহমান ।

পরিচালক আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকপার্কের এ্যাসিস্টেন ডিরেক্টর ইঞ্জিনিয়ার মোঃ নাঈম হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত, নাটর সিটি কলেজের এ্যাসিস্টেন প্রফেসর মোঃ সাইদুল ইসলাম, হাজি জসিম উদ্দিন ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের এ্যাসিস্টেন প্রফেসর মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার নাঈম হোসাইন বলেন; “আজকের এই সংবর্ধনা শুধু আনন্দের নয়, গর্বেরও দিন। তোমরা কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের মাধ্যমে দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ পেয়েছ। ভবিষ্যতে জ্ঞান ও সততার মাধ্যমে সমাজ ও দেশকে আলোকিত করবে—এটাই আমাদের প্রত্যাশা। শিক্ষা জীবনের এ সাফল্য কেবল একটি ধাপ, এখান থেকেই প্রকৃত যাত্রা শুরু। বিশ্ববিদ্যালয় জীবনে শুধু পড়াশোনা নয়, নৈতিকতা, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধও অর্জন করতে হবে। তোমরা প্রত্যেকে দেশের জন্য সম্পদ হয়ে উঠবে—আমরা সেই আশাই রাখি।

পাবনা ফোকাসের গত সেশনের কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী তামিম নুরানি প্রেমা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী হাসিব আল হাসান ও আতিক শাহরিয়ার শাহিন, এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মতিউর রহমান।

শিক্ষার্থীরা তাদের অভিব্যক্তিতে বলেন; আজ আমরা যে স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরেছি, তা আমাদের জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত। এই সাফল্যের পেছনে আমাদের পরিবার যেমন অক্লান্ত পরিশ্রম করেছে, ঠিক তেমনি ফোকাসের প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। প্রতিটি ক্লাসে শিক্ষকদের আন্তরিকতা, ধৈর্য ও যত্নশীল আচরণ আমাদের বারবার নতুনভাবে অনুপ্রাণিত করেছে। শুধু একাডেমিক পড়াশোনাই নয়, নৈতিক শিক্ষা ও সময় ব্যবস্থাপনায়ও ফোকাস যে দিকনির্দেশনা দিয়েছে, তা আমাদের সারাজীবন কাজে লাগবে।

আজ আমরা গর্বের সঙ্গে বলতে চাই—ফোকাস শুধু একটি কোচিং নয়, এটি আমাদের স্বপ্নপূরণের সঙ্গী। আমরা আমাদের এই সাফল্যের জন্য ফোকাস পরিবারের কাছে আজীবন ঋণী থাকব এবং আগামীতেও তাদের প্রতি কৃতজ্ঞ থাকব।

সমাপনী বক্তব্যে গোলাম রহমান বলেন; বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য সুপরিচিত এ প্রতিষ্ঠানটি টানা ৪৪ বছর ধরে শিক্ষার্থীদের সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। “শিক্ষার্থীদের এই সাফল্য আমাদের গর্ব। শুধু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াই লক্ষ্য নয়, সৎ ও যোগ্য নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলাই প্রকৃত সফলতা। ফোকাস শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি নৈতিকতা ও সময় ব্যবস্থাপনা শিখিয়েছে। এ শিক্ষা তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগবে। ফোকাস সবসময় শিক্ষার্থীদের পাশে থেকেছে এবং আগামীতেও থাকবে। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী সৎ, পরিশ্রমী ও দায়িত্বশীল হয়ে দেশকে আলোকিত করুক।

পরিশেষে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। যা তাদের আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা বৃদ্ধি করে।