ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নিজ ঘর থেকে স্ত্রীর গলাকাটা ও স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে, স্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা Logo উমামার নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের অব্যাহত আচরণবিধি লঙ্ঘন Logo লেখক ও বামপন্থী রাজনীতিবিদ বদরুদ্দীন উমর আর নেই Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত  শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো পাবনা ফোকাস Logo লন্ডনে ফিলিস্তিনপন্থিদের বিক্ষোভ, আটক ৪ শতাধিক Logo কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা-ভাঙচুর Logo ৬ দিন পর জ্ঞান ফিরেছে চবি শিক্ষার্থী সায়েমের , মামুনের খুলি এখনও ফ্রিজে Logo আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যেতে পারে বাংলাদেশ থেকেও Logo টাঙ্গাইলে দুপক্ষের পাল্টাপাল্টি সমাবেশের ডাক, ১৪৪ ধারা জারি

৬ দিন পর জ্ঞান ফিরেছে চবি শিক্ষার্থী সায়েমের , মামুনের খুলি এখনও ফ্রিজে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ও স্থানীয়দের সংঘর্ষে গুরুতর আহত অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ সায়েম ছয় দিন পর জ্ঞান ফিরে পেয়েছেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তার লাইফ সাপোর্ট খোলা হয়। বর্তমানে তিনি হাত-পা নাড়াচ্ছেন ও পরিবারকে চিনতে পারছেন। অন্যদিকে গুরুতর আহত সমাজতত্ত্ব বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী মামুন মিয়ার মাথার খুলির একাংশ এখনও ফ্রিজে সংরক্ষিত আছে।

পার্কভিউ হাসপাতালের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ হুমায়ুন কবীর বলেন, সায়েমের অবস্থা আগের চেয়ে উন্নত। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। চিকিৎসকেরা বলছেন, তার কনশাস লেভেল এখন ১০–এর কাছাকাছি হলেও আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না।

অন্যদিকে মামুনের মাথায় রামদার আঘাত এত গভীর ছিল যে খুলির একাংশ খুলে ফ্রিজে রাখা হয়েছে। ডাক্তারদের ভাষায়, অন্তত দুই থেকে আড়াই মাস পর তা পুনঃস্থাপন করা সম্ভব হবে। বর্তমানে তিনি কেবিনে আছেন, তরল খাবার খাচ্ছেন এবং পরিবারের সঙ্গে কথা বলছেন। তবে সুস্থ হতে দীর্ঘ সময় লাগবে এবং পরবর্তী জীবনেও তাকে অনেক বিধিনিষেধ মেনে চলতে হবে।

সায়েমের বাবা মোহাম্মদ আমির হোসেন বলেছেন, ছেলের প্রাণভিক্ষা চেয়েছেন আল্লাহর কাছে। মা-বাবা কুমিল্লা থেকে এসে আইসিইউর সামনে দিন কাটাচ্ছেন। মামুনের ভাই মাসুদ রানা জানান, স্বাভাবিক জীবনে ফেরা নিয়ে তাঁদের শঙ্কা রয়েছে।

হাসপাতালের চিকিৎসক সিরাজুল মোস্তফা বলেছেন, সায়েমের মাথায় ধারালো অস্ত্রের আঘাতে রক্তনালী ও খুলির ভেতরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল, তবে ধীরে ধীরে তার উন্নতি হচ্ছে। মামুনের অবস্থাও স্থিতিশীল, কিন্তু সুস্থ হতে সময় লাগবে।

উল্লেখ,গত ৩০ আগস্ট রাতে চবি ২ নম্বর গেট এলাকায় দারোয়ানের হাতে এক ছাত্রী লাঞ্ছিত হওয়ার ঘটনার প্রতিবাদ থেকে শিক্ষার্থী ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও প্রক্টরসহ প্রায় ৪০০ জন আহত হন।

জনপ্রিয় সংবাদ

নিজ ঘর থেকে স্ত্রীর গলাকাটা ও স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৬ দিন পর জ্ঞান ফিরেছে চবি শিক্ষার্থী সায়েমের , মামুনের খুলি এখনও ফ্রিজে

আপডেট সময় ১০:৪৯:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ও স্থানীয়দের সংঘর্ষে গুরুতর আহত অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ সায়েম ছয় দিন পর জ্ঞান ফিরে পেয়েছেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তার লাইফ সাপোর্ট খোলা হয়। বর্তমানে তিনি হাত-পা নাড়াচ্ছেন ও পরিবারকে চিনতে পারছেন। অন্যদিকে গুরুতর আহত সমাজতত্ত্ব বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী মামুন মিয়ার মাথার খুলির একাংশ এখনও ফ্রিজে সংরক্ষিত আছে।

পার্কভিউ হাসপাতালের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ হুমায়ুন কবীর বলেন, সায়েমের অবস্থা আগের চেয়ে উন্নত। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। চিকিৎসকেরা বলছেন, তার কনশাস লেভেল এখন ১০–এর কাছাকাছি হলেও আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না।

অন্যদিকে মামুনের মাথায় রামদার আঘাত এত গভীর ছিল যে খুলির একাংশ খুলে ফ্রিজে রাখা হয়েছে। ডাক্তারদের ভাষায়, অন্তত দুই থেকে আড়াই মাস পর তা পুনঃস্থাপন করা সম্ভব হবে। বর্তমানে তিনি কেবিনে আছেন, তরল খাবার খাচ্ছেন এবং পরিবারের সঙ্গে কথা বলছেন। তবে সুস্থ হতে দীর্ঘ সময় লাগবে এবং পরবর্তী জীবনেও তাকে অনেক বিধিনিষেধ মেনে চলতে হবে।

সায়েমের বাবা মোহাম্মদ আমির হোসেন বলেছেন, ছেলের প্রাণভিক্ষা চেয়েছেন আল্লাহর কাছে। মা-বাবা কুমিল্লা থেকে এসে আইসিইউর সামনে দিন কাটাচ্ছেন। মামুনের ভাই মাসুদ রানা জানান, স্বাভাবিক জীবনে ফেরা নিয়ে তাঁদের শঙ্কা রয়েছে।

হাসপাতালের চিকিৎসক সিরাজুল মোস্তফা বলেছেন, সায়েমের মাথায় ধারালো অস্ত্রের আঘাতে রক্তনালী ও খুলির ভেতরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল, তবে ধীরে ধীরে তার উন্নতি হচ্ছে। মামুনের অবস্থাও স্থিতিশীল, কিন্তু সুস্থ হতে সময় লাগবে।

উল্লেখ,গত ৩০ আগস্ট রাতে চবি ২ নম্বর গেট এলাকায় দারোয়ানের হাতে এক ছাত্রী লাঞ্ছিত হওয়ার ঘটনার প্রতিবাদ থেকে শিক্ষার্থী ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও প্রক্টরসহ প্রায় ৪০০ জন আহত হন।