ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে, স্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা Logo উমামার নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের অব্যাহত আচরণবিধি লঙ্ঘন Logo লেখক ও বামপন্থী রাজনীতিবিদ বদরুদ্দীন উমর আর নেই Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত  শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো পাবনা ফোকাস Logo লন্ডনে ফিলিস্তিনপন্থিদের বিক্ষোভ, আটক ৪ শতাধিক Logo কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা-ভাঙচুর Logo ৬ দিন পর জ্ঞান ফিরেছে চবি শিক্ষার্থী সায়েমের , মামুনের খুলি এখনও ফ্রিজে Logo আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যেতে পারে বাংলাদেশ থেকেও Logo টাঙ্গাইলে দুপক্ষের পাল্টাপাল্টি সমাবেশের ডাক, ১৪৪ ধারা জারি Logo প্যানেলের বাইরের নেতাকর্মীরা প্রার্থিতা প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থার হুশিয়ারী ছাত্রদলের

ইসলামী ঐক্য আন্দোলনের সেক্রেটারিকে কুপিয়ে হত্যা

ভোলায় ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম নোমানীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৯ টার দিকে ভোলা সদর উপজেলার উত্তর চর নোয়াবাদ এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তার মরদেহ ভোলা সদর হাসপাতালে রয়েছে।

মওলানা আমিনুল ইসলাম নোমানী ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও সদর উপজেলা মসজিদের খতিব। এ ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঈমান আকিদা সংরক্ষণ কমিটি, ইসলামিয়া ঐক্য আন্দোলনসহ বিভিন্ন সংগঠন ভোলা শহরের প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, মওলানা আমিনুল ইসলাম নোমানী এশার নামাজ পড়ে বাসায় যাওয়ার কিছুক্ষণ পর পথচারীরা চিৎকার শুনে বাড়িতে যান। ঘরের দরজা বন্ধ থাকায় দরজা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে তার রক্তাক্ত লাশ মাটিতে পরে থাকে দেখেন।

পথচারীরা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী তজুমদ্দিনে শ্বশুরবাড়িতে বেড়াতে গেছেন ও একমাত্র সন্তান লক্ষ্মীপুরে পড়ার করার কারণে তিনি বাসায় একাই ছিলেন।

মওলানা আমিনুল ইসলাম নোমানী দীর্ঘ ১৫ বছর ধরে মাদ্রাসায় চাকরি ও মসজিদের খতিবের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ভোলা জেলা ইসলামি ঐক্য আন্দোলনের সেক্রেটারি দায়িত্ব পালন করছেন। অপরদিকে সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের তার বাড়ির দরজায় তার প্রতিষ্ঠিত একটি মাদ্রাসাও পরিচালনা করছেন।

ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোবাশ্বিরুল হক নাঈম আমার দেশকে জানান, কি কারণে এ হত্যার ঘটনা ঘটেছে আমরা কিছুই জানতে পারি নি।

ভোলা সদর থানার এস আই ফাইজুল হক জানান, আমরা সুরত হাল ও ময়নাতদন্তের পর বিষয়টি বলতে পারব কেন কি কারণে এ হত্যার ঘটনা ঘটেছে। তাকে বেপরোয়া কুপিয়ে হত্যা করা হয়েছে।

এ পৈশাচিক ঘটনার প্রতিবাদে ভোলা শহরে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি, ঈমান আকিদা সংরক্ষণ কমিটি ইসলামি ঐক্য আন্দোলনসহ বিভিন্ন ইসলামি সংগঠন গুলো। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জামাত ইসলামের সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসাইন, পৌর আমির জামাল উদ্দিন, উপাধ্য মোবাশ্বিরুল হক নাঈম।

জনপ্রিয় সংবাদ

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে, স্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ইসলামী ঐক্য আন্দোলনের সেক্রেটারিকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৯:১৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

ভোলায় ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম নোমানীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৯ টার দিকে ভোলা সদর উপজেলার উত্তর চর নোয়াবাদ এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তার মরদেহ ভোলা সদর হাসপাতালে রয়েছে।

মওলানা আমিনুল ইসলাম নোমানী ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও সদর উপজেলা মসজিদের খতিব। এ ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঈমান আকিদা সংরক্ষণ কমিটি, ইসলামিয়া ঐক্য আন্দোলনসহ বিভিন্ন সংগঠন ভোলা শহরের প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, মওলানা আমিনুল ইসলাম নোমানী এশার নামাজ পড়ে বাসায় যাওয়ার কিছুক্ষণ পর পথচারীরা চিৎকার শুনে বাড়িতে যান। ঘরের দরজা বন্ধ থাকায় দরজা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে তার রক্তাক্ত লাশ মাটিতে পরে থাকে দেখেন।

পথচারীরা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী তজুমদ্দিনে শ্বশুরবাড়িতে বেড়াতে গেছেন ও একমাত্র সন্তান লক্ষ্মীপুরে পড়ার করার কারণে তিনি বাসায় একাই ছিলেন।

মওলানা আমিনুল ইসলাম নোমানী দীর্ঘ ১৫ বছর ধরে মাদ্রাসায় চাকরি ও মসজিদের খতিবের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ভোলা জেলা ইসলামি ঐক্য আন্দোলনের সেক্রেটারি দায়িত্ব পালন করছেন। অপরদিকে সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের তার বাড়ির দরজায় তার প্রতিষ্ঠিত একটি মাদ্রাসাও পরিচালনা করছেন।

ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোবাশ্বিরুল হক নাঈম আমার দেশকে জানান, কি কারণে এ হত্যার ঘটনা ঘটেছে আমরা কিছুই জানতে পারি নি।

ভোলা সদর থানার এস আই ফাইজুল হক জানান, আমরা সুরত হাল ও ময়নাতদন্তের পর বিষয়টি বলতে পারব কেন কি কারণে এ হত্যার ঘটনা ঘটেছে। তাকে বেপরোয়া কুপিয়ে হত্যা করা হয়েছে।

এ পৈশাচিক ঘটনার প্রতিবাদে ভোলা শহরে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি, ঈমান আকিদা সংরক্ষণ কমিটি ইসলামি ঐক্য আন্দোলনসহ বিভিন্ন ইসলামি সংগঠন গুলো। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জামাত ইসলামের সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসাইন, পৌর আমির জামাল উদ্দিন, উপাধ্য মোবাশ্বিরুল হক নাঈম।