ভোলায় বসতঘরে ঢুকে মাওলানা আমিনুল হক নোমানী (৪৫) নামে এক মাদরাসা শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে চরনোয়াবাদ সংলগ্ন বাপ্তা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে রাইস মিলের পাশে মাওলানা এনামুল হকের বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে।
মাওলানা আমিনুল হক নোমানী ওই এলাকার মাওলানা এনামুল হকের ছেলে। তিনি ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার মোহাদ্দেস ছিলেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বিষয়টি নিশ্চিত করেন।