ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভোলায় বাসায় ঢুকে মাদরাসা শিক্ষককে নৃশংসভাবে হত্যা Logo বাড়ল বুথের সংখ্যা, ভোটারপ্রতি ১০ মিনিট সময় নিলেও নির্ধারিত সময়ে ভোট শেষ সম্ভব Logo নিরাপত্তাহীনতায় ভিপি প্রার্থী শামীম, আশঙ্কায় শাহবাগ থানায় জিডি Logo রাতে খাবারের পর হাঁটার ৫ উপকারিতা Logo মৌলভীবাজারে নিজ ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo গাইবান্ধায় বাসর ঘরে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী Logo আ.লীগ ও জাতীয় পার্টিকে চিরতরে নিষিদ্ধ করতে হবে: সারজিস আলম Logo জামায়াত ৫ বছর রাষ্ট্র পরিচালনা করলে দেশের উন্নয়ন এগিয়ে যাবে ২৫ বছর Logo ডাকসু নির্বাচনে ছাত্রদল পক্ষে প্রচারণায় রূপসা ছাত্রদলের সেক্রেটারি, ভিডিও ভাইরাল Logo লাশ পোড়ানো ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই: ইসলামী আন্দোলন

বাড়ল বুথের সংখ্যা, ভোটারপ্রতি ১০ মিনিট সময় নিলেও নির্ধারিত সময়ে ভোট শেষ সম্ভব

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণের কেন্দ্র বাড়ছে না। পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী ৮টি কেন্দ্রেই ভোট অনুষ্ঠিত হবে। তবে বুথের সংখ্যা আরও বাড়ানো হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুথের সংখ্যা ৭১০ থেকে বাড়িয়ে ৮১০ করা হয়েছে। এর আগে ৫০০ থেকে বাড়িয়ে ৭১০ বুথ নির্ধারণ করা হয়েছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন এই বুথ সংখ্যায় সব ভোটার উপস্থিত হলেও এবং একজন ভোটার গড়ে ১০ মিনিট সময় নিলেও কোনো বিঘ্ন ছাড়াই নির্ধারিত সময় বিকেল ৪টার মধ্যে ভোটগ্রহণ সম্পন্ন করা সম্ভব হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচনের দিন সকল শিক্ষার্থীদের ক্যাম্পাসে আনা নেয়ার জন্য নিয়মিত শিডিউলের বাইরে অতিরিক্ত বাস চলবে। সংশ্লিষ্ট সকলকে সর্বশেষ বাসের সময় দেখে নেয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

এর আগে গত ৩০ আগস্ট এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ভোট গ্রহণের সময় সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত (৮ ঘণ্টা) নির্ধারণ করা হয়েছে। তাছাড়া বিকাল ৪টার মধ্যে ভোট কেন্দ্রের লাইনে যারা থাকবে তারা সবাই ভোট দিতে পারবে।

এর আগে এই নির্বাচনে ভোট গ্রহণ নির্বিঘ্ন করতে কেন্দ্রের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছিল জাতীয়তাবাদী ছাত্রদল–সমর্থিত প্যানেল। গত ২৭ আগস্ট বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসারের কাছে এ দাবি জানিয়েছিলেন প্যানেলের প্রার্থীরা। পরে অন্যান্য প্যানেলের প্রার্থীরাও এই দাবি জানায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভোলায় বাসায় ঢুকে মাদরাসা শিক্ষককে নৃশংসভাবে হত্যা

বাড়ল বুথের সংখ্যা, ভোটারপ্রতি ১০ মিনিট সময় নিলেও নির্ধারিত সময়ে ভোট শেষ সম্ভব

আপডেট সময় ১২:০০:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণের কেন্দ্র বাড়ছে না। পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী ৮টি কেন্দ্রেই ভোট অনুষ্ঠিত হবে। তবে বুথের সংখ্যা আরও বাড়ানো হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুথের সংখ্যা ৭১০ থেকে বাড়িয়ে ৮১০ করা হয়েছে। এর আগে ৫০০ থেকে বাড়িয়ে ৭১০ বুথ নির্ধারণ করা হয়েছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন এই বুথ সংখ্যায় সব ভোটার উপস্থিত হলেও এবং একজন ভোটার গড়ে ১০ মিনিট সময় নিলেও কোনো বিঘ্ন ছাড়াই নির্ধারিত সময় বিকেল ৪টার মধ্যে ভোটগ্রহণ সম্পন্ন করা সম্ভব হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচনের দিন সকল শিক্ষার্থীদের ক্যাম্পাসে আনা নেয়ার জন্য নিয়মিত শিডিউলের বাইরে অতিরিক্ত বাস চলবে। সংশ্লিষ্ট সকলকে সর্বশেষ বাসের সময় দেখে নেয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

এর আগে গত ৩০ আগস্ট এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ভোট গ্রহণের সময় সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত (৮ ঘণ্টা) নির্ধারণ করা হয়েছে। তাছাড়া বিকাল ৪টার মধ্যে ভোট কেন্দ্রের লাইনে যারা থাকবে তারা সবাই ভোট দিতে পারবে।

এর আগে এই নির্বাচনে ভোট গ্রহণ নির্বিঘ্ন করতে কেন্দ্রের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছিল জাতীয়তাবাদী ছাত্রদল–সমর্থিত প্যানেল। গত ২৭ আগস্ট বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসারের কাছে এ দাবি জানিয়েছিলেন প্যানেলের প্রার্থীরা। পরে অন্যান্য প্যানেলের প্রার্থীরাও এই দাবি জানায়।