লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে চাচার হামলায় জামায়াত নেতা সানোয়ার হোসেনের (২৯) মৃত্যুর অভিযোগ উঠেছে। এসময় তাকে বাঁচাতে গিয়ে মা ও ভাই আহত হয়েছেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সানোয়ার হোসেন উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। এসময় চাচা কামাল হোসেনের ছেলে রাকিব হোসেন ও রাহাত হোসেনকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কামাল ও তার ভাতিজা সানোয়ারদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে বাড়ির পুকুরঘাটে গেলে সানোয়ারদের ওপর কামালরা হামলা চালায়৷ একপর্যায়ে কামাল শাবল দিয়ে মাথায় আঘাত করলে সারোয়ার ঘটনাস্থলেই মারা যান। তাকে বাঁচাতে গেলে হামলায় তার মা হাসিনা বেগম ও ছোট ভাই আরিফ হোসেন আহত হন।
নিহতের স্ত্রী আরজিনা আক্তার তন্বী জানান, চিৎকার শুনে ছুটে গিয়ে দেখি আমার স্বামী সানোয়ার রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। আমার শাশুড়ি ও দেবরকেও মারধর করা হয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল বারী বলেন, ঘটনার সঙ্গে জড়িত দু’জনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।