ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চাকসু প্রার্থীকে হেনস্তা করতে ফেইক আইডি খুলে অপপ্রচার Logo ছাত্রশিবিরকে নিয়ে দৈনিক ইনকিলাবের মিথ্যাচারপূর্ণ সংবাদের নিন্দা প্রকাশ Logo রাকসু নির্বাচন জরিপে শীর্ষ তিন পদেই এগিয়ে ছাত্রশিবির Logo চাকসুতে শীর্ষ ৩পদে এগিয়ে ছাত্রশিবির: সোচ্চারের জরীপ Logo দীর্ঘ অপেক্ষার অবসান, রাত পেরোলেই চাকসু নির্বাচন Logo শাজাহানপুরে জামায়াতে যোগ দিলেন বিএনপির ১২ নেতাকর্মী Logo মাদাগাস্কারের রাষ্ট্রক্ষমতা দখল করলো সেনাবাহিনী Logo রাজধানীতে দুই দিনব্যাপী ফ্র্যাগরেন্স এক্সিবিশন শুরু শুক্রবার Logo ছন্দে থাকা ব্রাজিলকে হারিয়ে ৩৬ বছরের অপেক্ষা ঘুচালো জাপান Logo শিক্ষকদের আন্দোলনে জামায়াত, ইসলামী আন্দোলন সহ যেসব দল-সংগঠনের একাত্মতা প্রকাশ

দেশবাসীর কাছে দোয়া চাইলেন কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী অসুস্থ হয়ে পড়েছেন। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কাদের সিদ্দিকী। পরে সন্ধ্যায় তার ব্যক্তিগত সহকারী ফরিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব বলেন, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের খান মার্কেটে দলীয় কার্যালয়ে দলের বর্ধিত সভা শুরু হয়।

দুপুর ১২টার দিকে কাদের সিদ্দিকী সভায় যোগ দেন। প্রচণ্ড গরমের মধ্যে টিনের ঘরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রায় দুই ঘণ্টা ধরে তিনি নেতাকর্মীদের বক্তব্য শোনেন। পরে দুপুর ২টার দিকে কাদের সিদ্দিকী বক্তব্য দিতে শুরু করেন। বক্তব্য দেওয়ার এক পর্যায়ে তিনি অসুস্থ বোধ করে বসে পড়েন।

তবে বসেই তিনি এক মিনিট বক্তব্য দেন। এরপর তিনি আর বক্তব্য দিতে পারেননি। পরে দলের দুজন নেতার কাঁধে ভর করে তিনি তার ব্যক্তিগত গাড়িতে ওঠেন। সেখান থেকে তাকে সখীপুরের বাসায় নেওয়া হয়।

উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাংগঠনিক সম্পাদক তুহিন সিদ্দিকী জানান, বাসায় নেওয়ার পর সেখানে কয়েকজন চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। তার রক্তচাপ ব্লাড সুগার পরীক্ষা এবং ইসিজি করানো হয়েছে।

চিকিৎসক শাহিনুর আলম বলেন, প্রচণ্ড গরমে তিনি অসুস্থ হয়ে পড়েন, জটিল কোনো সমস্যা নেই। তিনি ভালো আছেন। তবে তার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

চাকসু প্রার্থীকে হেনস্তা করতে ফেইক আইডি খুলে অপপ্রচার

দেশবাসীর কাছে দোয়া চাইলেন কাদের সিদ্দিকী

আপডেট সময় ০৭:১০:০০ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী অসুস্থ হয়ে পড়েছেন। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কাদের সিদ্দিকী। পরে সন্ধ্যায় তার ব্যক্তিগত সহকারী ফরিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব বলেন, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের খান মার্কেটে দলীয় কার্যালয়ে দলের বর্ধিত সভা শুরু হয়।

দুপুর ১২টার দিকে কাদের সিদ্দিকী সভায় যোগ দেন। প্রচণ্ড গরমের মধ্যে টিনের ঘরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রায় দুই ঘণ্টা ধরে তিনি নেতাকর্মীদের বক্তব্য শোনেন। পরে দুপুর ২টার দিকে কাদের সিদ্দিকী বক্তব্য দিতে শুরু করেন। বক্তব্য দেওয়ার এক পর্যায়ে তিনি অসুস্থ বোধ করে বসে পড়েন।

তবে বসেই তিনি এক মিনিট বক্তব্য দেন। এরপর তিনি আর বক্তব্য দিতে পারেননি। পরে দলের দুজন নেতার কাঁধে ভর করে তিনি তার ব্যক্তিগত গাড়িতে ওঠেন। সেখান থেকে তাকে সখীপুরের বাসায় নেওয়া হয়।

উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাংগঠনিক সম্পাদক তুহিন সিদ্দিকী জানান, বাসায় নেওয়ার পর সেখানে কয়েকজন চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। তার রক্তচাপ ব্লাড সুগার পরীক্ষা এবং ইসিজি করানো হয়েছে।

চিকিৎসক শাহিনুর আলম বলেন, প্রচণ্ড গরমে তিনি অসুস্থ হয়ে পড়েন, জটিল কোনো সমস্যা নেই। তিনি ভালো আছেন। তবে তার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে।