কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী অসুস্থ হয়ে পড়েছেন। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কাদের সিদ্দিকী। পরে সন্ধ্যায় তার ব্যক্তিগত সহকারী ফরিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব বলেন, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের খান মার্কেটে দলীয় কার্যালয়ে দলের বর্ধিত সভা শুরু হয়।
দুপুর ১২টার দিকে কাদের সিদ্দিকী সভায় যোগ দেন। প্রচণ্ড গরমের মধ্যে টিনের ঘরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রায় দুই ঘণ্টা ধরে তিনি নেতাকর্মীদের বক্তব্য শোনেন। পরে দুপুর ২টার দিকে কাদের সিদ্দিকী বক্তব্য দিতে শুরু করেন। বক্তব্য দেওয়ার এক পর্যায়ে তিনি অসুস্থ বোধ করে বসে পড়েন।
তবে বসেই তিনি এক মিনিট বক্তব্য দেন। এরপর তিনি আর বক্তব্য দিতে পারেননি। পরে দলের দুজন নেতার কাঁধে ভর করে তিনি তার ব্যক্তিগত গাড়িতে ওঠেন। সেখান থেকে তাকে সখীপুরের বাসায় নেওয়া হয়।
উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাংগঠনিক সম্পাদক তুহিন সিদ্দিকী জানান, বাসায় নেওয়ার পর সেখানে কয়েকজন চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। তার রক্তচাপ ব্লাড সুগার পরীক্ষা এবং ইসিজি করানো হয়েছে।
চিকিৎসক শাহিনুর আলম বলেন, প্রচণ্ড গরমে তিনি অসুস্থ হয়ে পড়েন, জটিল কোনো সমস্যা নেই। তিনি ভালো আছেন। তবে তার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে।