ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জামায়াত নেতার বক্তব্য প্রত্যাখ্যান করে চবি ছাত্রশিবিরের বিবৃতি Logo আফ্রিকার প্রথম দেশ হিসেবে ফিফা বিশ্বকাপে মরক্কো Logo যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছে, তারাই এখন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত: আসিফ মাহমুদ Logo ছাত্রদলের আবিদ ভারতপন্থী ভিপি প্রার্থী:ইলিয়াস হোসাইন Logo মাজার ভাঙা ও লাশ পুড়িয়ে দেওয়া রাসুলের শিক্ষা নয় : রুহুল কবির রিজভী Logo শিখা সংসদ ঘিরে তীব্র অসন্তোষ: রাজনৈতিক প্রভাব ও নেতৃত্ব নিয়ে প্রশ্ন এলাকাবাসীর Logo মির্জা ফখরুল ইসলামের সঙ্গে পাকিস্তানি রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo নুরাল পাগলার দরবারে পু‌লি‌শের ওপর হামলায় মামলা, আসামি ৩৫০০ Logo জাতীয় পার্টির কার্যালয়ে হামলার ঘটনায় বিএনপির গভীর উদ্বেগ Logo নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খালে, নিহত ১

শিখা সংসদ ঘিরে তীব্র অসন্তোষ: রাজনৈতিক প্রভাব ও নেতৃত্ব নিয়ে প্রশ্ন এলাকাবাসীর

নোয়াখালীর ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘শিখা সংসদ’ নিয়ে সম্প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী। এক সময় কেবলমাত্র একটি রাজনৈতিক দলের সমর্থক হিসেবে পরিচিত সংগঠনটি সাম্প্রতিক বছরগুলোতে আবারও সক্রিয় হয় সামাজিক কার্যক্রমে। তবে বর্তমান নেতৃত্ব ও কর্মকাণ্ড ঘিরে নানা প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

সাংগঠনিক নেতৃত্বে বিতর্কিত ব্যক্তির ভূমিকা:সবচেয়ে বেশি অভিযোগ উঠেছে সংগঠনের বর্তমান সেক্রেটারি মোস্তাফিজুর রহমান সবুজ এর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে রাজনৈতিক প্রতিপক্ষের উপর পুলিশি হয়রানি, মিথ্যা মামলা এবং নানা ধরনের রাজনৈতিক নিপীড়নে জড়িত ছিলেন।

স্থানীয় একাধিক সূত্রের দাবি, কিছুদিন আগেও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি পজেটের মাছ মেরে ফেলার মতো ঘটনায় সরাসরি জড়িত ছিলেন সবুজ। এ ধরনের ঘটনার কারণে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হচ্ছে বলেও অভিযোগ স্থানীয়দের।

আওয়ামী লীগবিরোধী পরিবারগুলো বিশেষভাবে ক্ষতিগ্রস্ত:এলাকাবাসীর একাংশ মনে করেন, সবুজের প্রভাবের কারণে আওয়ামী লীগবিরোধী পরিবারগুলো বারবার টার্গেট হচ্ছেন। বিশেষ করে সাবেক ছাত্রদল সভাপতি জাহিদ হোসেনের পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং পুলিশি হয়রানিকে তারা রাজনৈতিক প্রতিহিংসার নগ্ন উদাহরণ হিসেবে তুলে ধরেছেন।

বিএনপির ভেতরে ‘নীরব আঁতাত’ এর অভিযোগ

অন্যদিকে, বিএনপির একটি অংশের বিরুদ্ধেও উঠেছে নীরব আঁতাতের অভিযোগ। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, সত্যিকারের আন্দোলনকর্মীদের বাদ দিয়ে কিছু সুবিধাবাদী নেতা সবুজের সাথে সমঝোতা করে চলেছেন। এর ফলে প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে।

একজন স্থানীয় রাজনৈতিক কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন,
“সবুজ ও আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব গুরুতর অভিযোগ রয়েছে তা উপেক্ষা করে বিএনপির ভেতরের কিছু সুবিধাবাদী অংশ তাদের সাথে আঁতাত করছে। এতে প্রকৃত কর্মীরা হতাশ হচ্ছেন।”

সম্প্রতি এমনই এক ঘটনার জেরে যুবদল নেতা দিদারুল ইসলাম ক্লাবের কিছু সদস্যের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হন, যার পেছনে সবুজের প্রত্যক্ষ ইন্ধন ছিল বলে দাবি করা হয়।

সামাজিক সংগঠনকে রাজনৈতিক হাতিয়ার বানানোর বিরোধিতা এলাকার সচেতন মহল মনে করেন, শিখা সংসদ একটি সামাজিক সংগঠন হিসেবে তার নিরপেক্ষতা ও সেবামূলক ভূমিকা ধরে রাখুক—এটাই কাম্য। কিন্তু রাজনৈতিক স্বার্থে যদি সংগঠনটি ব্যবহৃত হয়, তবে তা এর ইতিহাস ও ঐতিহ্য ধ্বংস করবে।

একজন প্রবীণ বাসিন্দা বলেন,“শিখা সংসদ রাজনৈতিক সংঘাতের হাতিয়ার নয়। এটি আমাদের সামাজিক ঐক্যের প্রতীক। ব্যক্তি বা দলীয় স্বার্থে সংগঠন ব্যবহৃত হলে ভবিষ্যৎ প্রজন্মের সামনে ভুল উদাহরণ তৈরি হবে।”
সংগঠনের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন এলাকাবাসী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জামায়াত নেতার বক্তব্য প্রত্যাখ্যান করে চবি ছাত্রশিবিরের বিবৃতি

শিখা সংসদ ঘিরে তীব্র অসন্তোষ: রাজনৈতিক প্রভাব ও নেতৃত্ব নিয়ে প্রশ্ন এলাকাবাসীর

আপডেট সময় ১২:৪৭:০০ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫

নোয়াখালীর ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘শিখা সংসদ’ নিয়ে সম্প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী। এক সময় কেবলমাত্র একটি রাজনৈতিক দলের সমর্থক হিসেবে পরিচিত সংগঠনটি সাম্প্রতিক বছরগুলোতে আবারও সক্রিয় হয় সামাজিক কার্যক্রমে। তবে বর্তমান নেতৃত্ব ও কর্মকাণ্ড ঘিরে নানা প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

সাংগঠনিক নেতৃত্বে বিতর্কিত ব্যক্তির ভূমিকা:সবচেয়ে বেশি অভিযোগ উঠেছে সংগঠনের বর্তমান সেক্রেটারি মোস্তাফিজুর রহমান সবুজ এর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে রাজনৈতিক প্রতিপক্ষের উপর পুলিশি হয়রানি, মিথ্যা মামলা এবং নানা ধরনের রাজনৈতিক নিপীড়নে জড়িত ছিলেন।

স্থানীয় একাধিক সূত্রের দাবি, কিছুদিন আগেও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি পজেটের মাছ মেরে ফেলার মতো ঘটনায় সরাসরি জড়িত ছিলেন সবুজ। এ ধরনের ঘটনার কারণে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হচ্ছে বলেও অভিযোগ স্থানীয়দের।

আওয়ামী লীগবিরোধী পরিবারগুলো বিশেষভাবে ক্ষতিগ্রস্ত:এলাকাবাসীর একাংশ মনে করেন, সবুজের প্রভাবের কারণে আওয়ামী লীগবিরোধী পরিবারগুলো বারবার টার্গেট হচ্ছেন। বিশেষ করে সাবেক ছাত্রদল সভাপতি জাহিদ হোসেনের পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং পুলিশি হয়রানিকে তারা রাজনৈতিক প্রতিহিংসার নগ্ন উদাহরণ হিসেবে তুলে ধরেছেন।

বিএনপির ভেতরে ‘নীরব আঁতাত’ এর অভিযোগ

অন্যদিকে, বিএনপির একটি অংশের বিরুদ্ধেও উঠেছে নীরব আঁতাতের অভিযোগ। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, সত্যিকারের আন্দোলনকর্মীদের বাদ দিয়ে কিছু সুবিধাবাদী নেতা সবুজের সাথে সমঝোতা করে চলেছেন। এর ফলে প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে।

একজন স্থানীয় রাজনৈতিক কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন,
“সবুজ ও আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব গুরুতর অভিযোগ রয়েছে তা উপেক্ষা করে বিএনপির ভেতরের কিছু সুবিধাবাদী অংশ তাদের সাথে আঁতাত করছে। এতে প্রকৃত কর্মীরা হতাশ হচ্ছেন।”

সম্প্রতি এমনই এক ঘটনার জেরে যুবদল নেতা দিদারুল ইসলাম ক্লাবের কিছু সদস্যের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হন, যার পেছনে সবুজের প্রত্যক্ষ ইন্ধন ছিল বলে দাবি করা হয়।

সামাজিক সংগঠনকে রাজনৈতিক হাতিয়ার বানানোর বিরোধিতা এলাকার সচেতন মহল মনে করেন, শিখা সংসদ একটি সামাজিক সংগঠন হিসেবে তার নিরপেক্ষতা ও সেবামূলক ভূমিকা ধরে রাখুক—এটাই কাম্য। কিন্তু রাজনৈতিক স্বার্থে যদি সংগঠনটি ব্যবহৃত হয়, তবে তা এর ইতিহাস ও ঐতিহ্য ধ্বংস করবে।

একজন প্রবীণ বাসিন্দা বলেন,“শিখা সংসদ রাজনৈতিক সংঘাতের হাতিয়ার নয়। এটি আমাদের সামাজিক ঐক্যের প্রতীক। ব্যক্তি বা দলীয় স্বার্থে সংগঠন ব্যবহৃত হলে ভবিষ্যৎ প্রজন্মের সামনে ভুল উদাহরণ তৈরি হবে।”
সংগঠনের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন এলাকাবাসী।