মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি এলাকায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে অন্তত ৮ জন আহত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আনন্দপুর এলাকার বিএনপি সমর্থক ওয়াহিদ মোল্লা গ্রুপের লোকজনের সঙ্গে একই এলাকার বিএনপি সমর্থক উজির আলীর লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে।
গুলিবিদ্ধরা হলেন- শহিদুল মাদবর (৪৫), মজনু সরকার (৫৫), শামীম সরকার (২৭), জাহাঙ্গীর সরকার (৩৫), নজরুল সরকার (৬৫), শরীফ মাদবর (৬৫), সোহেল (৩৫) ও লিটন (২৫)। এর মধ্যে সোহেল ও লিটনকে ঢাকায় পাঠানো হয়েছে।
বাকিরা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদ পারভেজ গুলিবিদ্ধ রোগীদের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গুলিবিদ্ধ অবস্থায় ৮ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের সবার বাসা মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি এলাকায়।
এর মধ্যে গুরুতর আহত দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মাথায় আঘাত রয়েছে।
স্থানীয়রা জানান, এলাকায় রাজনৈতিক আধিপত্য নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম বলেন, এরকম কোনো খবর আমাদের জানা নেই। খোঁজ-খবর নেওয়া হচ্ছে।