ঢাকা ১১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

জমি দখলে বাধা দেওয়ায় বৃদ্ধকে কুপিয়ে জখম

ফেনীর সোনাগাজীতে জমি জবর-দখলে বাধা দেওয়ায় আবুল বশর (৭০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ ও ভাড়াটে সন্ত্রাসীরা।

শুক্রবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে পৌর এলাকার ৯নং ওয়ার্ডের চরগণেশ গ্রামে মিল্কভিটার সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও আহত বৃদ্ধ জানান, ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের আবুল বশরের মালিকানায় দখলীয় এক শতক জমি জবর-দখলের চেষ্টা চালান পৌর এলাকার চর গণেশ গ্রামের আবুল কাশেম ও তার ছেলেরা। এ নিয়ে আদালতে মামলা হলে দীর্ঘ শুনানির পর আবুল বশর পক্ষে রায় পান। স্থানীয়ভাবে সালিশ বৈঠকেও আবুল বশরের পক্ষে রায় আসে।

আদালতের রায় ও স্থানীয় সমাজপতিদের সালিশ রায়কে উপেক্ষা করে আবুল কাশেম ভাড়াটে সন্ত্রাসী নিয়ে ফের ওই জমি জবর-দখলের চেষ্ট চালান। খবর পেয়ে আবুল বশর ঘটনাস্থলে গেলে তাকে আবুল কাশেম, তার ছেলে সুমন, শামীম, কাঞ্চন বেগমসহ ৭-৮ জন সন্ত্রাসী তাকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আবুল বশর বাদী হয়ে ৫ জনের নামে ও অজ্ঞাতনামা ৪-৫ জন আসামি করে থানায় মামলা করেছেন।

সোনাগাজী মডেল থানার ওসি বায়েজীদ আকন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকাভয়েস/২৪টিআই

জনপ্রিয় সংবাদ

মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ অন্তত ৮ জন

জমি দখলে বাধা দেওয়ায় বৃদ্ধকে কুপিয়ে জখম

আপডেট সময় ০৬:৩০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

ফেনীর সোনাগাজীতে জমি জবর-দখলে বাধা দেওয়ায় আবুল বশর (৭০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ ও ভাড়াটে সন্ত্রাসীরা।

শুক্রবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে পৌর এলাকার ৯নং ওয়ার্ডের চরগণেশ গ্রামে মিল্কভিটার সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও আহত বৃদ্ধ জানান, ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের আবুল বশরের মালিকানায় দখলীয় এক শতক জমি জবর-দখলের চেষ্টা চালান পৌর এলাকার চর গণেশ গ্রামের আবুল কাশেম ও তার ছেলেরা। এ নিয়ে আদালতে মামলা হলে দীর্ঘ শুনানির পর আবুল বশর পক্ষে রায় পান। স্থানীয়ভাবে সালিশ বৈঠকেও আবুল বশরের পক্ষে রায় আসে।

আদালতের রায় ও স্থানীয় সমাজপতিদের সালিশ রায়কে উপেক্ষা করে আবুল কাশেম ভাড়াটে সন্ত্রাসী নিয়ে ফের ওই জমি জবর-দখলের চেষ্ট চালান। খবর পেয়ে আবুল বশর ঘটনাস্থলে গেলে তাকে আবুল কাশেম, তার ছেলে সুমন, শামীম, কাঞ্চন বেগমসহ ৭-৮ জন সন্ত্রাসী তাকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আবুল বশর বাদী হয়ে ৫ জনের নামে ও অজ্ঞাতনামা ৪-৫ জন আসামি করে থানায় মামলা করেছেন।

সোনাগাজী মডেল থানার ওসি বায়েজীদ আকন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকাভয়েস/২৪টিআই