আবারও আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে দেশটির প্রত্যন্ত দক্ষিণ-পূর্ব অঞ্চলে ৫ দশমিক ৬ মাত্রার ওই ভূমিকম্প আঘাত হানে। ৬ দিনে আফগানিস্তানে এটি তৃতীয় ভূমিকম্প।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতের ওই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানায়নি কর্তৃপক্ষ। তবে ১৭ জনকে আহত অবস্থায় কুনার প্রাদেশিক হাসপাতালে নেয়া হয়েছে বলে জানা গেছে।
ত রোববার দেশটির কুনার ও নাঙ্গারহার প্রদেশে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এরপর মঙ্গলবার ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে বাড়ে ধ্বংসযজ্ঞের মাত্রা। এরমধ্যেই বৃহস্পতিবার রাতে আবারও কেঁপে উঠলো দেশটি।
এদিকে আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২২শ’ ছাড়িয়েছে। এখনো ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক মরদেহ উদ্ধার হচ্ছে। তবে পাহাড়ি দুর্গম অঞ্চল হওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার প্রচেষ্টা।
অন্যদিকে ভূমিকম্পে ঘরবাড়ি ধসে এ পর্যন্ত প্রায় সাড়ে ৩ হাজার মানুষ আহত হয়েছেন। সেই সঙ্গে ৬ হাজার ৭শ’র বেশি ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সবমিলিয়ে প্রত্যক্ষ-পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত ৮৪ হাজার বাসিন্দা