ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বিদায়ী ম্যাচে জোড়া গোলে দেশ রাঙ্গালেন মেসি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৪১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • 29

বুয়েনস এইরেসে দেশের মাটিতে বিদায়ী ম্যাচ খেললেন লিওনেল মেসি। বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার হয়ে জোড়া গোল করে নিজের বিদায়ী ম্যাচকে রাঙিয়ে তুললেন ফুটবলের এই মহাতারকা।

বাংলাদেশ সময় শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভোরে অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনা ৩–০ গোলে হারায় ভেনেজুয়েলাকে। মেসি গোল করেন ম্যাচের ৩৯ ও ৮০ মিনিটে, অপর গোলটি করেন লাউতারো মার্টিনেজ।

প্রথম গোলের মুহূর্তে দারুণ এক সমন্বয় দেখা যায় আর্জেন্টাইন শিবিরে। মাঝমাঠ থেকে লিয়ান্দ্রো পারেদেস বল তুলে দেন হুলিয়ান আলভারেজকে। আলভারেজ বক্সের ভেতর ঢুকে আলতো পাস বাড়ান মেসির উদ্দেশে। সেখান থেকে মেসি কাঁটা-কম্পাসের মাপে চিপ করে জালে পাঠান বল—যেন কোনো শিল্পকর্মের ছোঁয়া। দ্বিতীয় গোলটিও ছিল তাঁর স্বাভাবিক দক্ষতার পরিচায়ক; থিয়াগো আলমাদার পাস পেয়ে শান্তভাবে বল পাঠান জালে।

২০০৫ সালে বুয়েনস এইরেসের একই স্টেডিয়ামে জাতীয় দলের হয়ে ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলেছিলেন মেসি। বিশ বছর পর একই ভেন্যুতে হতে পারে তাঁর দেশের মাটিতে শেষ ম্যাচ। ম্যাচ শেষে আবেগঘন বার্তায় মেসি বলেন, ‘এরপর আর কোনো প্রীতি ম্যাচ বা অন্য কিছু হবে কি না জানি না। তবে এই ম্যাচটা আমার জন্য বিশেষ। আমার পরিবার সবাই উপস্থিত ছিল, আমরা একসঙ্গে মুহূর্তটা উপভোগ করেছি।’

মেসির বিদায়ী ম্যাচকে ঘিরে আর্জেন্টিনা জুড়ে ছিল উৎসবের আমেজ। স্ত্রী, সন্তান, বাবা-মা, ভাই-বোন সবাই ছিলেন গ্যালারিতে। ম্যাচের আগে ও পরে দর্শকেরা অশ্রুসিক্ত করতালিতে বিদায় জানান তাঁদের প্রিয় নায়ককে।

আগামী ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের মাঠে আর্জেন্টিনা খেলবে বাছাইপর্বের শেষ ম্যাচ। তবে দেশের মাটিতে মেসির জাতীয় দলের হয়ে আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ নাও দেখা যেতে পারে—যা আর্জেন্টাইন সমর্থকদের কাছে রেখে গেল গভীর আবেগের স্মৃতি।

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনা আহত দুহাত-পায়ে ব্যান্ডেজ নিয়েই হাসপাতালে বিয়ে

বিদায়ী ম্যাচে জোড়া গোলে দেশ রাঙ্গালেন মেসি

আপডেট সময় ০৮:৪১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

বুয়েনস এইরেসে দেশের মাটিতে বিদায়ী ম্যাচ খেললেন লিওনেল মেসি। বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার হয়ে জোড়া গোল করে নিজের বিদায়ী ম্যাচকে রাঙিয়ে তুললেন ফুটবলের এই মহাতারকা।

বাংলাদেশ সময় শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভোরে অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনা ৩–০ গোলে হারায় ভেনেজুয়েলাকে। মেসি গোল করেন ম্যাচের ৩৯ ও ৮০ মিনিটে, অপর গোলটি করেন লাউতারো মার্টিনেজ।

প্রথম গোলের মুহূর্তে দারুণ এক সমন্বয় দেখা যায় আর্জেন্টাইন শিবিরে। মাঝমাঠ থেকে লিয়ান্দ্রো পারেদেস বল তুলে দেন হুলিয়ান আলভারেজকে। আলভারেজ বক্সের ভেতর ঢুকে আলতো পাস বাড়ান মেসির উদ্দেশে। সেখান থেকে মেসি কাঁটা-কম্পাসের মাপে চিপ করে জালে পাঠান বল—যেন কোনো শিল্পকর্মের ছোঁয়া। দ্বিতীয় গোলটিও ছিল তাঁর স্বাভাবিক দক্ষতার পরিচায়ক; থিয়াগো আলমাদার পাস পেয়ে শান্তভাবে বল পাঠান জালে।

২০০৫ সালে বুয়েনস এইরেসের একই স্টেডিয়ামে জাতীয় দলের হয়ে ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলেছিলেন মেসি। বিশ বছর পর একই ভেন্যুতে হতে পারে তাঁর দেশের মাটিতে শেষ ম্যাচ। ম্যাচ শেষে আবেগঘন বার্তায় মেসি বলেন, ‘এরপর আর কোনো প্রীতি ম্যাচ বা অন্য কিছু হবে কি না জানি না। তবে এই ম্যাচটা আমার জন্য বিশেষ। আমার পরিবার সবাই উপস্থিত ছিল, আমরা একসঙ্গে মুহূর্তটা উপভোগ করেছি।’

মেসির বিদায়ী ম্যাচকে ঘিরে আর্জেন্টিনা জুড়ে ছিল উৎসবের আমেজ। স্ত্রী, সন্তান, বাবা-মা, ভাই-বোন সবাই ছিলেন গ্যালারিতে। ম্যাচের আগে ও পরে দর্শকেরা অশ্রুসিক্ত করতালিতে বিদায় জানান তাঁদের প্রিয় নায়ককে।

আগামী ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের মাঠে আর্জেন্টিনা খেলবে বাছাইপর্বের শেষ ম্যাচ। তবে দেশের মাটিতে মেসির জাতীয় দলের হয়ে আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ নাও দেখা যেতে পারে—যা আর্জেন্টাইন সমর্থকদের কাছে রেখে গেল গভীর আবেগের স্মৃতি।