ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কাপাসিয়া উপজেলা যুবদল নেতা জুনায়েদের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৫৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • 52

গাজীপুরের কাপাসিয়া উপজেলা যুবদলের সদস্যসচিব জুনায়েদ হোসেন লিয়নের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে। এক ভুক্তভোগী নারী বুধবার (৩ সেপ্টেম্বর) গাজীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ মামলাটি দায়ের করেন। শুনানি শেষে আদালত মামলার তদন্তভার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দিতে নির্দেশ দেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রধান আসামি তোফাজ্জল হোসেনের (তাজুল ইসলামের ছেলে) সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল ওই নারীর। বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কের পর বিয়ে করতে অস্বীকৃতি জানান তিনি। এ ঘটনায় থানায় অভিযোগ করতে গেলে থানার সামনে থেকেই ওই নারীকে জোরপূর্বক তুলে নিয়ে যান যুবদল নেতা জুনায়েদ হোসেন লিয়ন।

ভুক্তভোগীর অভিযোগ, একটি কক্ষে আটকে রেখে লিয়ন শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন এবং প্রাণনাশের হুমকি দেন। এ সময় মামলার অন্যান্য আসামি মামুনুর রশিদ (নূর মোহাম্মদের ছেলে), ওমানসুর আহমেদ এবং আরও ২-৩ জন অজ্ঞাত ব্যক্তি উপস্থিত ছিলেন।

মামলার বাদীর দাবি, প্রধান আসামি তোফাজ্জল হোসেন যুবদল নেতা জুনায়েদ হোসেন লিয়নের ঘনিষ্ঠ সহযোগী।

এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে আদালতের নির্দেশে পিবিআই তদন্ত শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কাপাসিয়া উপজেলা যুবদল নেতা জুনায়েদের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা

আপডেট সময় ০৭:৫৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

গাজীপুরের কাপাসিয়া উপজেলা যুবদলের সদস্যসচিব জুনায়েদ হোসেন লিয়নের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে। এক ভুক্তভোগী নারী বুধবার (৩ সেপ্টেম্বর) গাজীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ মামলাটি দায়ের করেন। শুনানি শেষে আদালত মামলার তদন্তভার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দিতে নির্দেশ দেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রধান আসামি তোফাজ্জল হোসেনের (তাজুল ইসলামের ছেলে) সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল ওই নারীর। বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কের পর বিয়ে করতে অস্বীকৃতি জানান তিনি। এ ঘটনায় থানায় অভিযোগ করতে গেলে থানার সামনে থেকেই ওই নারীকে জোরপূর্বক তুলে নিয়ে যান যুবদল নেতা জুনায়েদ হোসেন লিয়ন।

ভুক্তভোগীর অভিযোগ, একটি কক্ষে আটকে রেখে লিয়ন শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন এবং প্রাণনাশের হুমকি দেন। এ সময় মামলার অন্যান্য আসামি মামুনুর রশিদ (নূর মোহাম্মদের ছেলে), ওমানসুর আহমেদ এবং আরও ২-৩ জন অজ্ঞাত ব্যক্তি উপস্থিত ছিলেন।

মামলার বাদীর দাবি, প্রধান আসামি তোফাজ্জল হোসেন যুবদল নেতা জুনায়েদ হোসেন লিয়নের ঘনিষ্ঠ সহযোগী।

এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে আদালতের নির্দেশে পিবিআই তদন্ত শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।