আগেই ২০২৬ বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত হওয়ায় ঘরের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার জন্য হতে পারত সাধারণ কোনো ম্যাচ। তবে একটি কারণে ম্যাচটি হয়ে উছেঠে বিশেষ। পয়েন্টের জন্য এটিই যে হতে যাচ্ছে ঘরের মাঠে লিওনেল মেসির শেষ ম্যাচ।
বাংলাদেশ সময় শুক্রবার ভোর সাড়ে ৫টায় বুয়েন্স এইরেসের মনুমেন্তালে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে দেশের মাটিতে এটাই তার শেষ ম্যাচ, নিজেই নিশ্চিত করেছেন মেসি। উপলক্ষটা রাঙিয়ে রাখতে গ্যালারিতে থাকবেন তার পরিবার ও স্বজনরা।
এর এক ঘণ্টা পর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে চিলির মুখোমুখি হবে ব্রাজিল।
সাবেক রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির কোচিংয়ে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ে গত জুনে একুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর প্যারাগুয়েকে ১-০ গোলে হারায় পাঁচবারের বিশ্বকাপ জয়ীরা।
২০২৬ বিশ্বকাপের টিকেট এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে ব্রাজিলেরও। অভিজ্ঞদের অনেককে বাইরে রেখে নতুন ও অনভিজ্ঞদের বাছাইয়ের শেষ দুই ম্যাচের দলে রেখেছেন আনচেলত্তি।