ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দারুণভাবে সুযোগ কাজে লাগিয়ে হকি বিশ্বকাপ বাছাইপর্ব নিশ্চিত করল বাংলাদেশ Logo ঈদে মিলাদুন্নবী: সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা Logo ৭ সেপ্টেম্বর দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ Logo ডাকসু নির্বাচনকে ঘিরে ৩৪ ঘণ্টা বন্ধ থাকবে ঢাবির প্রবেশ পথ Logo পাঁচ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে বিএনপির রাজনৈতিক সমাবেশ Logo পিআরের দাবি মানার পরেই নির্বাচনে যাব: গোলাম পরওয়ার Logo ‘দেশে এখন তো সংবিধানই নেই, তাহলে কীসের ভিত্তিতে নির্বাচন’ প্রশ্ন আবু হেনা রাজ্জাকীর Logo ‘মোদি চোর, বিজেপি চোর, অমিত শাহ চোর’ : মমতা বন্দ্যোপাধ্যায় Logo নারায়ণগঞ্জে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই Logo খুলনায় স্বামীর দায়ের কোপে প্রাণ গেল স্ত্রীর

‘দেশে এখন তো সংবিধানই নেই, তাহলে কীসের ভিত্তিতে নির্বাচন’ প্রশ্ন আবু হেনা রাজ্জাকীর

দেশে এখন তো সংবিধানই নেই, কীসের সংবিধানের ভিত্তিতে নির্বাচন হবে এমন প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আবু হেনা রাজ্জাকী। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন করেন। সেই টকশোতে আলোচক হিসেবে যোগ দিয়েছিলেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল।

টকশোর এক পর্যায়ে আবু হেনা রাজ্জাকী বিএনপি নেতা আজিজুল বারী হেলালকে উদ্দেশ্য করে বলেন—আপনারা কোন সংবিধানে নির্বাচন করতে যাচ্ছেন? জবারে বিএনপির এই নেতা বলেন, ৭২ এর সংবিধানের সর্বশেষ সংশোধনীর আলোকে।

এমন প্রশ্নের জবাবে আবু হেনা রাজ্জাকী বলেন—অন্তর্বর্তী সরকার কোন সংবিধানে নির্বাচনে করতে চাচ্ছে? সরকারটা তো সংবিধানে থাকতে হবে।বর্তমানে যে সংবিধান সেখানে তো অন্তর্বর্তী সরকারের কথা নেই। মিনিমাম সরকারের নামটা তো সংবিধানে উল্লেখ থাকতে হবে। অন্তর্বর্তী সরকার নামটা আছে সংবিধানে? আমি বলতেছি নাই।

পরে বিএনপি নেতা হেলাল বলেন—সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে এ সরকার গঠিত হয়েছে। এ কথার প্রেক্ষিতে আবু হেনা বলেন—সুপ্রিমকোর্ট কি বলছে, সাংবিধানিক শূন্যতার কারণে, তার অর্থ দেশে সংবিধান নেই। সাংবিধানিক শূন্যতা কখন হয়? যখন সংবিধান থাকে না। সংবিধান গেছে কেমনে? শেখ হাসিনা নিয়ে গেছে। এখন প্রশ্ন হতে কীভাবে নিয়ে গেল? সংবিধানে কি বলা আছে পালাই গেলে কী হবে? দেখাইতে পারলে দেশ ছেড়ে দেবো। সংবিধানে যেহেতু পালাই যওয়ার কথা নাই; পালাই গেলে কী হবে সেটা নাই, সুতরাং সংবিধান নিয়ে এখানে ফুলস্টপ।

আবু হেনা রাজ্জাকী বলেন—ইউনূস সরকারতো আসলো ৮ আগস্ট, তার আগে সরকার কে ছিল? সবাই বলে কেউ সরকার ছিল না। আমি বলতেছি সামরিক সরকার ছিল; কারণ আমাদের সেনাপ্রধান বলেছিলেন, আমি আপনাদের দায়িত্ব নিলাম;আর একটা গুলিও চলবেনা, প্রতিটা হত্যার বিচার হবে, আপনারা আমার ওপর আস্থা রাখুন।

এ কথার প্রেক্ষিতে অনুষ্ঠানের সঞ্চালক আবু হেনাকে প্রশ্ন করেন, সেটা কে কি আপনি সরকার বলবেন? প্রশ্নোত্তরে আবু হেনা বলেন, অবশ্যই কারণ উনি বলেছেনতো আমি (সেনাপ্রধান) দায়িত্ব নিলাম। তাহলে আপনি বলুন দায়িত্ব নিছে ইটস নট অথবা কারেক্ট?

এসময় সঞ্চালক বলেন, সরকার হিসেবে দায়িত্ব নিলাম সেটাতো বলেননি সেনাপ্রধান? আমি দায়িত্ব নিলাম তার মানে কি? আবু হেনা রাজ্জাকী বলেন—গত বছরের ৭ আগস্ট বিএনপি একটা জনসভা করেছিল খেয়াল আছে? জনসভায় কি বলছিল? আগামী তিন মাসের মধ্যে নির্বাচন চাই। ইউনূস সরকার আসছিল তখন?

ওইটা ছিল সামরিক বাহিনীর সরকার। সেনাপ্রধানের কাছে বিএনপি নির্বাচন চেয়েছে। সেটা যদি না হয় তাহলে বিএনপিকে ব্যাখ্যা দিতে হবে সেদিন কার কাছে নির্বাচন চেয়েছে? এটি হলো বড় প্রশ্ন?

দ্বিতীয়ত—যদি আপনি বলেন বর্তমান সংবিধান সেখানে বলা আছে—সংসদ ভাঙার পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচন হতে হবে। সংসদ ভেঙে গেল ৫ আগস্ট ইউনূস সরকার দায়িত্ব নিল ৮ আগস্ট তাহলে ৭ নভেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার কথা কিন্তু বিএনপি সরকারের সঙ্গে দেখা করে বললেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, এটা কোন সংবিধানে আছে? প্রশ্ন রাখেন আইনজীবী আবু হেনা রাজ্জাকী।

জনপ্রিয় সংবাদ

দারুণভাবে সুযোগ কাজে লাগিয়ে হকি বিশ্বকাপ বাছাইপর্ব নিশ্চিত করল বাংলাদেশ

‘দেশে এখন তো সংবিধানই নেই, তাহলে কীসের ভিত্তিতে নির্বাচন’ প্রশ্ন আবু হেনা রাজ্জাকীর

আপডেট সময় ০৯:১৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

দেশে এখন তো সংবিধানই নেই, কীসের সংবিধানের ভিত্তিতে নির্বাচন হবে এমন প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আবু হেনা রাজ্জাকী। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন করেন। সেই টকশোতে আলোচক হিসেবে যোগ দিয়েছিলেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল।

টকশোর এক পর্যায়ে আবু হেনা রাজ্জাকী বিএনপি নেতা আজিজুল বারী হেলালকে উদ্দেশ্য করে বলেন—আপনারা কোন সংবিধানে নির্বাচন করতে যাচ্ছেন? জবারে বিএনপির এই নেতা বলেন, ৭২ এর সংবিধানের সর্বশেষ সংশোধনীর আলোকে।

এমন প্রশ্নের জবাবে আবু হেনা রাজ্জাকী বলেন—অন্তর্বর্তী সরকার কোন সংবিধানে নির্বাচনে করতে চাচ্ছে? সরকারটা তো সংবিধানে থাকতে হবে।বর্তমানে যে সংবিধান সেখানে তো অন্তর্বর্তী সরকারের কথা নেই। মিনিমাম সরকারের নামটা তো সংবিধানে উল্লেখ থাকতে হবে। অন্তর্বর্তী সরকার নামটা আছে সংবিধানে? আমি বলতেছি নাই।

পরে বিএনপি নেতা হেলাল বলেন—সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে এ সরকার গঠিত হয়েছে। এ কথার প্রেক্ষিতে আবু হেনা বলেন—সুপ্রিমকোর্ট কি বলছে, সাংবিধানিক শূন্যতার কারণে, তার অর্থ দেশে সংবিধান নেই। সাংবিধানিক শূন্যতা কখন হয়? যখন সংবিধান থাকে না। সংবিধান গেছে কেমনে? শেখ হাসিনা নিয়ে গেছে। এখন প্রশ্ন হতে কীভাবে নিয়ে গেল? সংবিধানে কি বলা আছে পালাই গেলে কী হবে? দেখাইতে পারলে দেশ ছেড়ে দেবো। সংবিধানে যেহেতু পালাই যওয়ার কথা নাই; পালাই গেলে কী হবে সেটা নাই, সুতরাং সংবিধান নিয়ে এখানে ফুলস্টপ।

আবু হেনা রাজ্জাকী বলেন—ইউনূস সরকারতো আসলো ৮ আগস্ট, তার আগে সরকার কে ছিল? সবাই বলে কেউ সরকার ছিল না। আমি বলতেছি সামরিক সরকার ছিল; কারণ আমাদের সেনাপ্রধান বলেছিলেন, আমি আপনাদের দায়িত্ব নিলাম;আর একটা গুলিও চলবেনা, প্রতিটা হত্যার বিচার হবে, আপনারা আমার ওপর আস্থা রাখুন।

এ কথার প্রেক্ষিতে অনুষ্ঠানের সঞ্চালক আবু হেনাকে প্রশ্ন করেন, সেটা কে কি আপনি সরকার বলবেন? প্রশ্নোত্তরে আবু হেনা বলেন, অবশ্যই কারণ উনি বলেছেনতো আমি (সেনাপ্রধান) দায়িত্ব নিলাম। তাহলে আপনি বলুন দায়িত্ব নিছে ইটস নট অথবা কারেক্ট?

এসময় সঞ্চালক বলেন, সরকার হিসেবে দায়িত্ব নিলাম সেটাতো বলেননি সেনাপ্রধান? আমি দায়িত্ব নিলাম তার মানে কি? আবু হেনা রাজ্জাকী বলেন—গত বছরের ৭ আগস্ট বিএনপি একটা জনসভা করেছিল খেয়াল আছে? জনসভায় কি বলছিল? আগামী তিন মাসের মধ্যে নির্বাচন চাই। ইউনূস সরকার আসছিল তখন?

ওইটা ছিল সামরিক বাহিনীর সরকার। সেনাপ্রধানের কাছে বিএনপি নির্বাচন চেয়েছে। সেটা যদি না হয় তাহলে বিএনপিকে ব্যাখ্যা দিতে হবে সেদিন কার কাছে নির্বাচন চেয়েছে? এটি হলো বড় প্রশ্ন?

দ্বিতীয়ত—যদি আপনি বলেন বর্তমান সংবিধান সেখানে বলা আছে—সংসদ ভাঙার পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচন হতে হবে। সংসদ ভেঙে গেল ৫ আগস্ট ইউনূস সরকার দায়িত্ব নিল ৮ আগস্ট তাহলে ৭ নভেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার কথা কিন্তু বিএনপি সরকারের সঙ্গে দেখা করে বললেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, এটা কোন সংবিধানে আছে? প্রশ্ন রাখেন আইনজীবী আবু হেনা রাজ্জাকী।