‘কতিপয় দল পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে। অথচ পিআর আর বিয়ার, এদেশে দুটোই নিষিদ্ধ। এদেশের সংবিধানে এসব পদ্ধতির কথা বলা নে’বলে মন্তব্য করেছেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান।
গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জাহান্দার আলী জাহান বলেছেন, ‘ইতোমধ্যে ভোটের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। তারপরেও কতিপয় দল নির্বাচন বানচালের চেষ্টা করছে। তাদের দাবি, পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে। অথচ এদেশের সংবিধানে পিআর আর বিয়ার দুটোই নিষিদ্ধ। তাই আগামীতে যারা পিআর বলে চিল্লাবে। ধরে নিতে হবে, তারা ফেব্রুয়ারিতে নির্বাচন করতে চায় না। ফলে নির্বাচনের দাবিতে বৃহৎ আন্দোলন করতে নেতা-কর্মীদের মাঠে নামতে হতে পারে। সে জন্যে সবাইকে প্রস্তুত থাকতে হবে।’
তিনি গণ-অধিকার পরিষদের সভাপতি নুরের উপর হামলার নিন্দা জানিয়ে বলেছেন, ‘নির্বাচন বানচাল করতেই সাবেক ভিপি নুরের উপর ন্যাক্কারজনক হামলা করা হয়েছে। তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। এটা কোনভাবেই মেনে নেয়া যাবে না। ফেব্রুয়ারিতেই নির্বাচন করতে হবে। কেউ ফিরাতে পারবে না।’
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুর সদর উপজেলা বিএনপি উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরান বাজার রেইনট্রি তলায় এসে শেষ হয়। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি মুর্তজা আলম ঢালী। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক গাউস উর রহমান। সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহাদাৎ হোসেন হাওলাদার। র্যালিতে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।