হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের তেমুহনী বাজার এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
স্থানীয় ও গোয়েন্দা সূত্রে জানা যায়, মাধবপুর সেনা ক্যাম্পের সদস্যরা আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টায় অভিযান পরিচালনা করেন। এ সময় মো. শফিক ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর থানার দেবপুর গ্রামের মর্তুজ আলীর ছেলে।
অভিযান চলাকালে তার কাছ থেকে ২০ কেজি গাঁজা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃত ব্যক্তিকে জব্দকৃত মালামালসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ উল্ল্যা জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হবে।