ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ বিভাগ একত্রিত করে প্রজ্ঞাপন জারি Logo জন্মগতভাবে দৃষ্টিপ্রতিবন্ধী ইদ্রিস মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত Logo কর্ণফুলীতে বিষপানের ১৭ দিন পর গৃহবধূর মৃত্যু Logo মহেশখালী-মাতারবাড়ীতে গড়ে উঠবে এক নতুন শহর: প্রধান উপদেষ্টা Logo জবিতে প্রথমবারের মতে মার্শাল আর্ট অনুশীলন ক্যাম্প উদ্বোধন, ছয়’শ শিক্ষক-শিক্ষার্থীর আবেদন Logo দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল Logo ছাত্রদল ডাকসু নির্বাচন বানচাল করার জন্য নানামুখী অপপ্রয়াস চালাচ্ছে Logo টঙ্গীতে সাংবাদিকের মোবাইল ছিনিয়ে তথ্য মুছলেন ছাত্রদল নেতা, দিলেন হত্যার হুমকি Logo জোটে থেকে নির্বাচন করলেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে: ইসি সানাউল্লাহ Logo এবার ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে ছাত্রলীগ নেতা জুলিয়াসের রিট

ছাত্রদল ডাকসু নির্বাচন বানচাল করার জন্য নানামুখী অপপ্রয়াস চালাচ্ছে

ছাত্রদল ডাকসু নির্বাচন বানচাল করার জন্য নানামুখী অপপ্রয়াস চালাচ্ছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবাগাতুল্লাহ।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ছাত্রদলের উগ্র ও সন্ত্রাসী স্লোগান এবং ছাত্রসংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ-পরবর্তী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আজ ৩ সেপ্টেম্বর (বুধবার) বিকেল ৪টায় মতিঝিল শাপলা চত্বর থেকে মিছিল শুরু হয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে সিবগাতুল্লাহ বলেন, “অভ্যুত্থান-পরবর্তী সময়ে আমরা দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন প্রত্যাশা করেছিলাম। কিন্তু বাস্তবে তেমন কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে কেবল ধর্ষণকারীদের দলের পরিবর্তন হয়েছে। ছাত্রসংগঠন হিসেবে ছাত্রদল ধর্ষণের বিরুদ্ধে অবস্থান না নিয়ে বরং এটিকে আরও উৎসাহিত করছে।”

ছাত্রদল সম্পর্কে তিনি বলেন, “ডাকসুতে আমাদের নারী প্রার্থীদের অব্যাহতভাবে ট্যাগিং, বুলিং করা হচ্ছে এবং তাদেরকে অশ্রাব্য ভাষায় আক্রমণ করা হচ্ছে। ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এক্ষেত্রে কোনো উদ্যোগ গ্রহণ করছেন না।”

তিনি আরও বলেন,“‘ধর ধর শিবির ধর, ধইরা ধইরা জবাই কর’—এটি কোনো স্লোগান নয়, বরং উগ্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বহিঃপ্রকাশ। গতকাল দেশের বিভিন্ন ক্যাম্পাসে এ ধরনের সন্ত্রাসী স্লোগান দেওয়া হয়েছে। নারী শিক্ষার্থীদের জোরপূর্বক মিছিলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।”

ডাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “ডাকসু নির্বাচন বানচাল করার জন্য ছাত্রদল নানামুখী অপপ্রয়াস চালাচ্ছে। আদালতকে প্রভাবিত করার জন্য তারা আদালতের সামনে কর্মসূচি পালন করেছে। তবে কোনো ষড়যন্ত্র করেই লাভ হবে না। ডাকসু নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।”

তিনি ছাত্রশিবিরের সর্বস্তরের জনশক্তি ও ছাত্রসমাজকে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার এবং সর্বদা সজাগ থাকার আহ্বান জানান।

ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী ও সাহিত্য সম্পাদক ডা. নাঈম তাজওয়ার। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান, মাদরাসা সম্পাদক আলাউদ্দিন আবির, প্ল্যানিং এ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলামসহ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ বিভাগ একত্রিত করে প্রজ্ঞাপন জারি

ছাত্রদল ডাকসু নির্বাচন বানচাল করার জন্য নানামুখী অপপ্রয়াস চালাচ্ছে

আপডেট সময় ০৭:৩৮:০২ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

ছাত্রদল ডাকসু নির্বাচন বানচাল করার জন্য নানামুখী অপপ্রয়াস চালাচ্ছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবাগাতুল্লাহ।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ছাত্রদলের উগ্র ও সন্ত্রাসী স্লোগান এবং ছাত্রসংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ-পরবর্তী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আজ ৩ সেপ্টেম্বর (বুধবার) বিকেল ৪টায় মতিঝিল শাপলা চত্বর থেকে মিছিল শুরু হয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে সিবগাতুল্লাহ বলেন, “অভ্যুত্থান-পরবর্তী সময়ে আমরা দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন প্রত্যাশা করেছিলাম। কিন্তু বাস্তবে তেমন কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে কেবল ধর্ষণকারীদের দলের পরিবর্তন হয়েছে। ছাত্রসংগঠন হিসেবে ছাত্রদল ধর্ষণের বিরুদ্ধে অবস্থান না নিয়ে বরং এটিকে আরও উৎসাহিত করছে।”

ছাত্রদল সম্পর্কে তিনি বলেন, “ডাকসুতে আমাদের নারী প্রার্থীদের অব্যাহতভাবে ট্যাগিং, বুলিং করা হচ্ছে এবং তাদেরকে অশ্রাব্য ভাষায় আক্রমণ করা হচ্ছে। ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এক্ষেত্রে কোনো উদ্যোগ গ্রহণ করছেন না।”

তিনি আরও বলেন,“‘ধর ধর শিবির ধর, ধইরা ধইরা জবাই কর’—এটি কোনো স্লোগান নয়, বরং উগ্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বহিঃপ্রকাশ। গতকাল দেশের বিভিন্ন ক্যাম্পাসে এ ধরনের সন্ত্রাসী স্লোগান দেওয়া হয়েছে। নারী শিক্ষার্থীদের জোরপূর্বক মিছিলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।”

ডাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “ডাকসু নির্বাচন বানচাল করার জন্য ছাত্রদল নানামুখী অপপ্রয়াস চালাচ্ছে। আদালতকে প্রভাবিত করার জন্য তারা আদালতের সামনে কর্মসূচি পালন করেছে। তবে কোনো ষড়যন্ত্র করেই লাভ হবে না। ডাকসু নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।”

তিনি ছাত্রশিবিরের সর্বস্তরের জনশক্তি ও ছাত্রসমাজকে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার এবং সর্বদা সজাগ থাকার আহ্বান জানান।

ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী ও সাহিত্য সম্পাদক ডা. নাঈম তাজওয়ার। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান, মাদরাসা সম্পাদক আলাউদ্দিন আবির, প্ল্যানিং এ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলামসহ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।