বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থীরা তাদের তিন দফা দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি তারা আন্দোলন সারা দেশে ছড়িয়ে দিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। জানা গেছে, আগামী শুক্রবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রামে বিভাগীয় মহাসমাবেশ আয়োজনের সিদ্ধান্তও নিয়েছেন তারা।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে বুয়েট ক্যাম্পাসে প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা ডিপ্লোমা কোটা প্রথার বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করেন। তারা জানান, দীর্ঘদিন ধরেই এ আন্দোলন চলছে এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত তা চলবে।
শিক্ষার্থীরা বলেছেন, মেধা ও যোগ্যতাকে প্রাধান্য দিতে হবে, কোনো প্রকার কোটা ব্যবস্থা রাখা যাবে না। তাদের অভিযোগ, ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য কোটা রাখা হলে প্রকৃত যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীরা বঞ্চিত হন।
তাদের তিন দফা দাবি হলো: ১. নবম গ্রেড সহকারী প্রকৌশলী পদে পরীক্ষার মাধ্যমে নিয়োগ এবং ন্যূনতম যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার করা। ২. দশম গ্রেডে ডিপ্লোমা কোটা বাতিল করে সবার জন্য উন্মুক্ত করা। ৩. বিএসসি ছাড়া কেউ যেন নামের সঙ্গে ‘ইঞ্জিনিয়ার’ উপাধি ব্যবহার করতে না পারে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, এই তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। আগামী ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে বিভাগীয় মহাসমাবেশের মাধ্যমে তাদের কর্মসূচি আরও জোরদার করা হবে।
এর আগে, বুধবার (২৭ আগস্ট) প্রকৌশল শিক্ষার্থীদের পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার পথে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। একইসঙ্গে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।