ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মুসলিম কিশোরীকে ধর্ষণ: জয় কুড়িসহ অভিযুক্তদের শাস্তির দাবিতে মানববন্ধন Logo সুন্দরগঞ্জে বিএনপির দু-গ্রুপের উত্তেজনা:১৪৪ ধারা জারি Logo আবারও নতুন কর্মসূচি ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের Logo ছাত্রদল রাজনৈতিক দেউলিয়াত্ব বহিঃপ্রকাশ : এস এম ফরহাদ Logo রুয়েট শিক্ষার্থীদের উদ্যোগে দেশের শীর্ষ পরীক্ষাভিত্তিক অ্যাপ ‘চর্চা’ Logo উন্নত চিকিৎসার জন্য নুরকে বিদেশ পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার Logo নির্বাচনী ‘সমঝোতার’পথে ইসলামী দলগুলো, যুক্ত হতে পারে এনসিপি Logo শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনসহ ৬ দফা দাবি ইউটিএলের Logo মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ Logo মুরাদনগরে গাছের ডাল সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

রুয়েট শিক্ষার্থীদের উদ্যোগে দেশের শীর্ষ পরীক্ষাভিত্তিক অ্যাপ ‘চর্চা’

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (RUET) শিক্ষার্থীদের উদ্যোগে তৈরি “চর্চা অ্যাপ” বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পরীক্ষাভিত্তিক শিক্ষা-প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। ২০২১ সালে চর্চার ফাউন্ডার ও সিইও রায়হান উল ইসলাম ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার প্রস্তুতির সময় নিজের প্র্যাকটিসের সুযোগ সংকীর্ণ হয়ে আসা থেকে এই উদ্যোগের সূচনা করেন। পরবর্তীতে তার সহপাঠী নাফিস রায়হান পিয়াল (বর্তমান Chief Marketing Officer) এবং বন্ধু আসাদুল্লাহ আল তাবির (বর্তমান Chief Operating Officer) টিমটিতে যুক্ত হয়ে প্রতিষ্ঠানটিকে শক্তিশালী করেন। বর্তমানে ৫০ জনেরও বেশি সদস্য নিয়ে রাজশাহী থেকেই অ্যাপটির যাবতীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে।

চর্চা অ্যাপ লঞ্চ হওয়ার পর শিক্ষার্থীদের মধ্যে দ্রুত জনপ্রিয়তা অর্জন করে। ২০২৩ সালের মধ্যে এটি প্রথম ১ লাখ ইনস্টল অতিক্রম করে। এরপর মাত্র এক বছরের মধ্যে ৫ লাখ ইনস্টল এবং ২০২৫ সালের শুরুতে ১ মিলিয়ন ইনস্টল ছাড়িয়ে যায়। বর্তমানে অ্যাপটির ইনস্টল সংখ্যা ১.৫ মিলিয়নেরও অধিক, আর মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৫ লক্ষাধিক। চর্চার লক্ষ্য ২০২৬ সালের মধ্যে ৫ মিলিয়নেরও অধিক ইনস্টল অর্জন করা। প্রতি মাসে ২০ লক্ষ পরীক্ষার এটেম্পট এবং প্লেস্টোরে ১ মিলিয়নেরও বেশি ডাউনলোডের সঙ্গে, এটি দেশের ১নং পরীক্ষা ভিত্তিক অ্যাপ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

শিক্ষার্থীদের জন্য চর্চা অ্যাপে রয়েছে আনলিমিটেড মক টেস্ট, পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র, লিডারবোর্ড, স্ট্রিক ফিচার, এআই-সাপোর্টেড লার্নিং টুলস এবং রিয়েল-টাইম প্রগ্রেস ট্র্যাকিং। শিক্ষার্থীরা চর্চার মাধ্যমে নিজে নিজে শিখতে পারে, প্র্যাকটিস করতে পারে এবং যেকোনো পরীক্ষার জন্য প্রস্তুত হতে পারে।
চর্চা অ্যাপের ইউজার এনগেজমেন্ট ফিচার শিক্ষার্থীদের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়ক। Streak ফিচার প্রতিদিনের প্র্যাকটিসের ধারাবাহিকতা দেখায়, এবং মাসিক রিপোর্টের মাধ্যমে শিক্ষার্থী দেখতে পারে গত মাসে কোন কোন বিষয়ে প্র্যাকটিস করেছে। চর্চা এআই ব্যবহার করে শিক্ষার্থী নিজের পার্সোনালাইজড ডেটা দেখতে পারে—কোন বিষয়ে দুর্বল, কোন বিষয়ে আরও বেশি প্র্যাকটিস প্রয়োজন। লিডারবোর্ড বিভিন্ন লীগে ভাগ করা, পরীক্ষার মাধ্যমে পয়েন্ট অর্জন করে বিভিন্ন লীগে উত্তীর্ণ হওয়া যায়, ইনফিনিটি লীগে শীর্ষে থাকা শিক্ষার্থী এবং সর্বোচ্চ স্ট্রিক অর্জনকারীরা চর্চার পক্ষ থেকে বিভিন্ন গিফট পান। শিক্ষার্থী বন্ধু বা অন্য কাউকে যে কোনো টপিকে চ্যালেঞ্জ করতে পারে এবং প্রিমিয়াম সাবস্ক্রিপশনও গিফট করতে পারে।

সম্প্রতি লঞ্চ হওয়া “চর্চা এআই” হলো একটি RAG-based AI agent, যা এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের যেকোনো প্রশ্ন (টেক্সট বা ইমেজ) বোর্ড বই এবং চর্চা অ্যাপের ডেটাবেজ থেকে রেফারেন্সসহ উত্তর প্রদান করে। এছাড়াও, এটি শিক্ষার্থীর পার্সোনালাইজড ডেটা ব্যবহার করে তার দুর্বল দিক চিহ্নিত করে এবং প্র্যাকটিস সাজেশন প্রদান করে। শিক্ষার্থীরা ইতিমধ্যেই এই ফিচারটি গ্রহণ করেছে এবং এটি নিয়মিত পাঠের অংশ হয়ে উঠছে।

চর্চার ভিশন হলো বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে আরও অ্যাক্সেসিবল, অ্যাফোর্ডেবল ও গেমিফাইড করে তোলা, যাতে পরীক্ষার প্রস্তুতি সহজ হয় এবং শিক্ষার্থীরা আত্মবিশ্বাসের সঙ্গে যেকোনো পরীক্ষার মুখোমুখি হতে পারে। প্রতিষ্ঠানটির লক্ষ্য হলো প্রতিটি শিক্ষার্থীর একাডেমিক জীবনের শুরু থেকেই চর্চা অ্যাপ তাদের দৈনন্দিন স্টাডি কম্প্যানিয়ন হিসেবে কাজ করবে।

চর্চার সবচেয়ে বড় সাফল্য হলো তার বিশাল ইউজারবেস এবং শিক্ষার্থীদের আস্থা। বোর্ড ও ভর্তি পরীক্ষায় ভালো করার পর অনেক শিক্ষার্থী জানিয়েছেন, চর্চা অ্যাপ তাদের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এভাবেই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে প্রতিটি শিক্ষার্থী আজ নিজের গতিতে যেকোনো পরীক্ষার প্রস্তুতি নিতে পারছে চর্চার মাধ্যমে।

চর্চার আগামী দিনের লক্ষ্য হলো বাংলাদেশের শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়াকে আরও ইফেক্টিভ ও এফিশিয়েন্ট করা। প্রতিটি শিক্ষার্থী নিজের ইচ্ছামত যেকোনো বিষয়ে শেল্ফ প্র্যাকটিসের মাধ্যমে আত্মবিশ্বাসের সঙ্গে প্রস্তুতি নিতে পারবে, এবং চর্চা অ্যাপ হবে প্রতিটি শিক্ষার্থীর স্কুল-কলেজ জীবনের শুরু থেকেই দৈনন্দিন অভ্যাসের অংশ।

জনপ্রিয় সংবাদ

মুসলিম কিশোরীকে ধর্ষণ: জয় কুড়িসহ অভিযুক্তদের শাস্তির দাবিতে মানববন্ধন

রুয়েট শিক্ষার্থীদের উদ্যোগে দেশের শীর্ষ পরীক্ষাভিত্তিক অ্যাপ ‘চর্চা’

আপডেট সময় ০৯:০২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (RUET) শিক্ষার্থীদের উদ্যোগে তৈরি “চর্চা অ্যাপ” বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পরীক্ষাভিত্তিক শিক্ষা-প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। ২০২১ সালে চর্চার ফাউন্ডার ও সিইও রায়হান উল ইসলাম ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার প্রস্তুতির সময় নিজের প্র্যাকটিসের সুযোগ সংকীর্ণ হয়ে আসা থেকে এই উদ্যোগের সূচনা করেন। পরবর্তীতে তার সহপাঠী নাফিস রায়হান পিয়াল (বর্তমান Chief Marketing Officer) এবং বন্ধু আসাদুল্লাহ আল তাবির (বর্তমান Chief Operating Officer) টিমটিতে যুক্ত হয়ে প্রতিষ্ঠানটিকে শক্তিশালী করেন। বর্তমানে ৫০ জনেরও বেশি সদস্য নিয়ে রাজশাহী থেকেই অ্যাপটির যাবতীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে।

চর্চা অ্যাপ লঞ্চ হওয়ার পর শিক্ষার্থীদের মধ্যে দ্রুত জনপ্রিয়তা অর্জন করে। ২০২৩ সালের মধ্যে এটি প্রথম ১ লাখ ইনস্টল অতিক্রম করে। এরপর মাত্র এক বছরের মধ্যে ৫ লাখ ইনস্টল এবং ২০২৫ সালের শুরুতে ১ মিলিয়ন ইনস্টল ছাড়িয়ে যায়। বর্তমানে অ্যাপটির ইনস্টল সংখ্যা ১.৫ মিলিয়নেরও অধিক, আর মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৫ লক্ষাধিক। চর্চার লক্ষ্য ২০২৬ সালের মধ্যে ৫ মিলিয়নেরও অধিক ইনস্টল অর্জন করা। প্রতি মাসে ২০ লক্ষ পরীক্ষার এটেম্পট এবং প্লেস্টোরে ১ মিলিয়নেরও বেশি ডাউনলোডের সঙ্গে, এটি দেশের ১নং পরীক্ষা ভিত্তিক অ্যাপ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

শিক্ষার্থীদের জন্য চর্চা অ্যাপে রয়েছে আনলিমিটেড মক টেস্ট, পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র, লিডারবোর্ড, স্ট্রিক ফিচার, এআই-সাপোর্টেড লার্নিং টুলস এবং রিয়েল-টাইম প্রগ্রেস ট্র্যাকিং। শিক্ষার্থীরা চর্চার মাধ্যমে নিজে নিজে শিখতে পারে, প্র্যাকটিস করতে পারে এবং যেকোনো পরীক্ষার জন্য প্রস্তুত হতে পারে।
চর্চা অ্যাপের ইউজার এনগেজমেন্ট ফিচার শিক্ষার্থীদের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়ক। Streak ফিচার প্রতিদিনের প্র্যাকটিসের ধারাবাহিকতা দেখায়, এবং মাসিক রিপোর্টের মাধ্যমে শিক্ষার্থী দেখতে পারে গত মাসে কোন কোন বিষয়ে প্র্যাকটিস করেছে। চর্চা এআই ব্যবহার করে শিক্ষার্থী নিজের পার্সোনালাইজড ডেটা দেখতে পারে—কোন বিষয়ে দুর্বল, কোন বিষয়ে আরও বেশি প্র্যাকটিস প্রয়োজন। লিডারবোর্ড বিভিন্ন লীগে ভাগ করা, পরীক্ষার মাধ্যমে পয়েন্ট অর্জন করে বিভিন্ন লীগে উত্তীর্ণ হওয়া যায়, ইনফিনিটি লীগে শীর্ষে থাকা শিক্ষার্থী এবং সর্বোচ্চ স্ট্রিক অর্জনকারীরা চর্চার পক্ষ থেকে বিভিন্ন গিফট পান। শিক্ষার্থী বন্ধু বা অন্য কাউকে যে কোনো টপিকে চ্যালেঞ্জ করতে পারে এবং প্রিমিয়াম সাবস্ক্রিপশনও গিফট করতে পারে।

সম্প্রতি লঞ্চ হওয়া “চর্চা এআই” হলো একটি RAG-based AI agent, যা এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের যেকোনো প্রশ্ন (টেক্সট বা ইমেজ) বোর্ড বই এবং চর্চা অ্যাপের ডেটাবেজ থেকে রেফারেন্সসহ উত্তর প্রদান করে। এছাড়াও, এটি শিক্ষার্থীর পার্সোনালাইজড ডেটা ব্যবহার করে তার দুর্বল দিক চিহ্নিত করে এবং প্র্যাকটিস সাজেশন প্রদান করে। শিক্ষার্থীরা ইতিমধ্যেই এই ফিচারটি গ্রহণ করেছে এবং এটি নিয়মিত পাঠের অংশ হয়ে উঠছে।

চর্চার ভিশন হলো বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে আরও অ্যাক্সেসিবল, অ্যাফোর্ডেবল ও গেমিফাইড করে তোলা, যাতে পরীক্ষার প্রস্তুতি সহজ হয় এবং শিক্ষার্থীরা আত্মবিশ্বাসের সঙ্গে যেকোনো পরীক্ষার মুখোমুখি হতে পারে। প্রতিষ্ঠানটির লক্ষ্য হলো প্রতিটি শিক্ষার্থীর একাডেমিক জীবনের শুরু থেকেই চর্চা অ্যাপ তাদের দৈনন্দিন স্টাডি কম্প্যানিয়ন হিসেবে কাজ করবে।

চর্চার সবচেয়ে বড় সাফল্য হলো তার বিশাল ইউজারবেস এবং শিক্ষার্থীদের আস্থা। বোর্ড ও ভর্তি পরীক্ষায় ভালো করার পর অনেক শিক্ষার্থী জানিয়েছেন, চর্চা অ্যাপ তাদের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এভাবেই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে প্রতিটি শিক্ষার্থী আজ নিজের গতিতে যেকোনো পরীক্ষার প্রস্তুতি নিতে পারছে চর্চার মাধ্যমে।

চর্চার আগামী দিনের লক্ষ্য হলো বাংলাদেশের শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়াকে আরও ইফেক্টিভ ও এফিশিয়েন্ট করা। প্রতিটি শিক্ষার্থী নিজের ইচ্ছামত যেকোনো বিষয়ে শেল্ফ প্র্যাকটিসের মাধ্যমে আত্মবিশ্বাসের সঙ্গে প্রস্তুতি নিতে পারবে, এবং চর্চা অ্যাপ হবে প্রতিটি শিক্ষার্থীর স্কুল-কলেজ জীবনের শুরু থেকেই দৈনন্দিন অভ্যাসের অংশ।