মৌলভীবাজার সদর উপজেলার ৩নং কামালপুর ইউনিয়নের দক্ষিণ বাড়ন্তি গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন সাবেক জেলা আমীর ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল মান্নান।
গতকাল (সোমবার) মধ্যরাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে বকুল দেবনাথের বাড়িতে আগুন লেগে যায়। এতে ঘরের সকল আসবাবপত্র এবং প্রায় ৫ লক্ষাধিক টাকা পুড়ে ছাই হয়ে যায়।
আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় আব্দুল মান্নান ক্ষতিগ্রস্ত পরিবারটির সঙ্গে দেখা করতে যান। তিনি তাদের হাতে শুকনো খাবার ও আর্থিক সহায়তা তুলে দেন এবং আশ্বাস দেন যে তিনি পরবর্তীতেও সাধ্যমতো সাহায্য করবেন। একই সঙ্গে তিনি দেশের ও বিদেশের সকল বিত্তবানদেরকে এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ জানান।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াত সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা শেখ আব্দুল হক এবং ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও সদর উপজেলা আমীর মো. ফখরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।