দেশ ও রাজনীতির স্বার্থে জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব বিএনপির। এমনটাই মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। সম্প্রতি এক টক শোতে হাজির হয়ে এসব কথা বলেন তিনি।
শামীম পাটোয়ারী বলেন, ‘এখন জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব গণতন্ত্রের স্বার্থে বিএনপির।
এখন যেমন জাতীয় পার্টিকে ব্যানের কথা অনেকে বলছে, যদিও ব্যাপারটা স্তিমিত হয়ে যাচ্ছে। আমরা খুবই ধন্যবাদ জানাই বিএনপিকে, পার্সোনাল থ্যাংকস শেষ করে দিচ্ছি যে বিএনপি এই ফাঁদে পা দেয়নি। এখন পর্যন্ত দেয়নি। ভবিষ্যতে কী করবে জানি না।
এই ফাঁদে পা না দেওয়া বিএনপির জন্য দরকার কেন? জাতীয় পার্টি যদি ব্যান হয়ে যায়, আওয়ামী লীগ ব্যান আছে। তাহলে ভোটের মাথায় থাকবে কে? মূলত তিনটি দল। তখন প্র্যাকটিক্যালি আসনগুলো ভাগ হয়ে যাবে। ২০০ বিএনপি, ৫০ অমুক, ৫০ অমুক।
এভাবে বাকি দলগুলো বিএনপিকে বলবে, আমাদের আরো ১০০ আসন না দিলে আমরা ভোটে যাব না। আমাদের এটা এটা দিতে হবে। বিএনপি পাপেট হয়ে যাবে। পলিটিক্যাল পাপেট হতে বাধ্য হবে। সো এখন জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব গণতন্ত্রের স্বার্থে বিএনপির।