বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন,যারা কালো অতীতকে ফিরিয়ে আনতে চায়, তারাই পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনে বাধা দিচ্ছে। দেশের জনগণ আর সাজানো পাতানো নির্বাচন মেনে নেবে না।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদের আইনি ভিত্তি শীর্ষক গোল টেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি।
জামায়াতে ইসলামীর সেক্রটারি জেনারেল বলেছেন, গণ ভোটে পিআর না টিকলে আপত্তি নেই, আর টিকলে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে।
তিনি বলেছেন, একটি রাজনৈতিক দল পিআর নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে। নির্বাচনের আগে বিদ্যমান রাষ্ট্র কাঠামো পরিবর্তন করতে হবে। বিদ্যমান রাষ্ট্র কাঠামো পরিবর্তন না করলে, যারাই ক্ষমতায় আসবে তারাই স্বৈরাচার হয়ে উঠবে।