ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাকসুতে হেরে যাওয়া ছাত্রদল প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থীদের শিবিরের সঙ্গীতকে কটাক্ষ করে নাচ Logo দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি Logo দ্য নিউজের সাংবাদিক ইমরানকে প্রাণনাশের হুমকি Logo দেশ জুড়ে এসব অগ্নিকাণ্ডের ঘটনা পূর্বপরিকল্পিত: মির্জা ফখরুল Logo চট্রগ্রাম বন্দরে ১২০০ টন কাচামাল নিয়ে জাহাজডুবি Logo রিশাদের রেকর্ড বোলিংয়ে মিরপুরে বাংলাদেশের বড় জয় Logo মৌলভীবাজারে এম নাসের রহমানের নির্বাচনী গণসংযোগ শুরু Logo একাত্তরের শহিদ আবদুর রবের কবর জিয়ারত করলেন চাকসুর ভিপি-জিএসরা Logo ‘জুলাই যোদ্ধাদের’ নিয়ে সালাহউদ্দিনের বক্তব্যের প্রতিবাদ জানালেন জামায়াত আমির Logo ‘শহীদ মুগ্ধের বাবা ও আতিকুলকে চেনেন না, তিনি শুধু চিনেন এস আলমের গাড়ি

গুলার-ভিনির গোলে রিয়ালের টানা তিন জয়

সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত লা লিগার ম্যাচে মায়োর্কাকে ২-১ গোলে হারিয়ে টানা তিন জয় রিয়াল মাদ্রিদের। শুরুতে আচমকা গোল হজম করেও আক্রমণে দ্রুত বলীয়ান হয়ে ওঠে জাবি আলোনসোর শিষ্যরা। আর্দা গুলার ও ভিনিসিউস জুনিয়রের গোলে জয় নিশ্চিত করেছে স্বাগতিকরা।

মায়োর্কার পক্ষে ভেদাত মুরিকি প্রথমে গোল করেন এবং দলকে এগিয়ে নেন। তবে ৩২তম মিনিটে আলভারো কারেরাসের ক্রস থেকে ডিন হাউসেনের হেড পাসে সমতা ফিরিয়ে আনে আর্দা গিলের। দুই মিনিট পর ফেদেরিকো ভালভের্দের পাস পেয়ে বক্সের বাইরে থেকে দারুণ শটে ভিনিসিউস জুনিয়র রিয়ালকে এগিয়ে দেন।

ম্যাচজুড়ে রিয়াল বল দখলে রাখে ৫৮ শতাংশ সময় এবং ১৭টি শট নেয়, যার ৭টি লক্ষ্যে যায়। যদিও গোল হয়েছে মাত্র দুইটি। মায়োর্কাও আক্রমণে সমান তালে ছিল; ৯টি শটের মধ্যে ৫টি লক্ষ্যে গিয়েছে।

দ্বিতীয়ার্ধে রিয়ালের আক্রমণ আরও তীব্র হয়, তবে গোল পাওয়ার আরও কয়েকটি সুযোগ থেকে গোল হয়নি অফসাইড ও হ্যান্ডবল ফাউলের কারণে। ৬৬তম মিনিটে সামু কস্তার ঝাঁপানো ভলিতে গোল দিতে পারেননি রিয়ালের নতুন ডিফেন্ডার আলভারো কারেরাস।

৭২তম মিনিটে কোচ আলোনসো তিনজন খেলোয়াড়কে বদলি করেন গোলদাতা গুলার ও ভিনিসিউসের পাশাপাশি ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডকে নামানো হয়। মাঠে নামানো হয় দানি সেবাইয়োস, রদ্রিগো ও দানি কার্ভাহালকে।

খেলা শেষ হওয়ার আগে এমবাপে গোল করার চেষ্টা করেন, তবে ডিফেন্ডার তাকে সফল হতে দেননি। এই ম্যাচে গোলবিহীন থাকলেন বিশ্বকাপজয়ী ফরাসি স্ট্রাইকার।

এই জয় নিয়ে রিয়াল মাদ্রিদ লা লিগায় ৩ ম্যাচে ৩ জয় নিয়ে শীর্ষ স্থানে রয়েছে। অপরদিকে মায়োর্কা ১৮তম স্থানে রয়েছে মাত্র ১ পয়েন্ট নিয়ে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাকসুতে হেরে যাওয়া ছাত্রদল প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থীদের শিবিরের সঙ্গীতকে কটাক্ষ করে নাচ

গুলার-ভিনির গোলে রিয়ালের টানা তিন জয়

আপডেট সময় ০৮:২০:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত লা লিগার ম্যাচে মায়োর্কাকে ২-১ গোলে হারিয়ে টানা তিন জয় রিয়াল মাদ্রিদের। শুরুতে আচমকা গোল হজম করেও আক্রমণে দ্রুত বলীয়ান হয়ে ওঠে জাবি আলোনসোর শিষ্যরা। আর্দা গুলার ও ভিনিসিউস জুনিয়রের গোলে জয় নিশ্চিত করেছে স্বাগতিকরা।

মায়োর্কার পক্ষে ভেদাত মুরিকি প্রথমে গোল করেন এবং দলকে এগিয়ে নেন। তবে ৩২তম মিনিটে আলভারো কারেরাসের ক্রস থেকে ডিন হাউসেনের হেড পাসে সমতা ফিরিয়ে আনে আর্দা গিলের। দুই মিনিট পর ফেদেরিকো ভালভের্দের পাস পেয়ে বক্সের বাইরে থেকে দারুণ শটে ভিনিসিউস জুনিয়র রিয়ালকে এগিয়ে দেন।

ম্যাচজুড়ে রিয়াল বল দখলে রাখে ৫৮ শতাংশ সময় এবং ১৭টি শট নেয়, যার ৭টি লক্ষ্যে যায়। যদিও গোল হয়েছে মাত্র দুইটি। মায়োর্কাও আক্রমণে সমান তালে ছিল; ৯টি শটের মধ্যে ৫টি লক্ষ্যে গিয়েছে।

দ্বিতীয়ার্ধে রিয়ালের আক্রমণ আরও তীব্র হয়, তবে গোল পাওয়ার আরও কয়েকটি সুযোগ থেকে গোল হয়নি অফসাইড ও হ্যান্ডবল ফাউলের কারণে। ৬৬তম মিনিটে সামু কস্তার ঝাঁপানো ভলিতে গোল দিতে পারেননি রিয়ালের নতুন ডিফেন্ডার আলভারো কারেরাস।

৭২তম মিনিটে কোচ আলোনসো তিনজন খেলোয়াড়কে বদলি করেন গোলদাতা গুলার ও ভিনিসিউসের পাশাপাশি ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডকে নামানো হয়। মাঠে নামানো হয় দানি সেবাইয়োস, রদ্রিগো ও দানি কার্ভাহালকে।

খেলা শেষ হওয়ার আগে এমবাপে গোল করার চেষ্টা করেন, তবে ডিফেন্ডার তাকে সফল হতে দেননি। এই ম্যাচে গোলবিহীন থাকলেন বিশ্বকাপজয়ী ফরাসি স্ট্রাইকার।

এই জয় নিয়ে রিয়াল মাদ্রিদ লা লিগায় ৩ ম্যাচে ৩ জয় নিয়ে শীর্ষ স্থানে রয়েছে। অপরদিকে মায়োর্কা ১৮তম স্থানে রয়েছে মাত্র ১ পয়েন্ট নিয়ে।