ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শারদীয় দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে আমীরে জামায়াতের শুভেচ্ছা Logo বগুড়ায় বালুবাহী ট্রাকের ধাক্কায় বাবা-ছেলেসহ প্রাণ গেল ৩ জনের Logo মারা গেলেন সাতক্ষীরায় গণঅভ্যুত্থানে কারাবরণকারী ছাত্রদল নেতা সাজিদ Logo মুন্সিগঞ্জে প্রেমিকের সাথে পালিয়েছে স্ত্রী, রাগে হেলিকপ্টারে নতুন বউ আনলেন স্বামী Logo গকসু নির্বাচন: ভিপি পদে এক ভোট পেলেন ছাত্রদল সভাপতি Logo ‘পিআর ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না, আন্তর্জাতিক মহলেও হবে প্রশ্নবিদ্ধ’ Logo জুলাই সনদের ভিত্তিতে ছাড়া কোনো নির্বাচন হবে না: অধ্যাপক আবুল হাশেম Logo চূড়ান্ত নয়, জালালে শুধু প্রাথমিক প্রিন্টিংয়ের দাবি ফেরদৌস ওয়াহিদের Logo উত্তর প্রদেশে ‘আই লাভ মুহাম্মদ’ পোস্টার বিতর্ক, ব্যাপক উত্তেজনা-সংঘর্ষ Logo এবার বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

গুলার-ভিনির গোলে রিয়ালের টানা তিন জয়

সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত লা লিগার ম্যাচে মায়োর্কাকে ২-১ গোলে হারিয়ে টানা তিন জয় রিয়াল মাদ্রিদের। শুরুতে আচমকা গোল হজম করেও আক্রমণে দ্রুত বলীয়ান হয়ে ওঠে জাবি আলোনসোর শিষ্যরা। আর্দা গুলার ও ভিনিসিউস জুনিয়রের গোলে জয় নিশ্চিত করেছে স্বাগতিকরা।

মায়োর্কার পক্ষে ভেদাত মুরিকি প্রথমে গোল করেন এবং দলকে এগিয়ে নেন। তবে ৩২তম মিনিটে আলভারো কারেরাসের ক্রস থেকে ডিন হাউসেনের হেড পাসে সমতা ফিরিয়ে আনে আর্দা গিলের। দুই মিনিট পর ফেদেরিকো ভালভের্দের পাস পেয়ে বক্সের বাইরে থেকে দারুণ শটে ভিনিসিউস জুনিয়র রিয়ালকে এগিয়ে দেন।

ম্যাচজুড়ে রিয়াল বল দখলে রাখে ৫৮ শতাংশ সময় এবং ১৭টি শট নেয়, যার ৭টি লক্ষ্যে যায়। যদিও গোল হয়েছে মাত্র দুইটি। মায়োর্কাও আক্রমণে সমান তালে ছিল; ৯টি শটের মধ্যে ৫টি লক্ষ্যে গিয়েছে।

দ্বিতীয়ার্ধে রিয়ালের আক্রমণ আরও তীব্র হয়, তবে গোল পাওয়ার আরও কয়েকটি সুযোগ থেকে গোল হয়নি অফসাইড ও হ্যান্ডবল ফাউলের কারণে। ৬৬তম মিনিটে সামু কস্তার ঝাঁপানো ভলিতে গোল দিতে পারেননি রিয়ালের নতুন ডিফেন্ডার আলভারো কারেরাস।

৭২তম মিনিটে কোচ আলোনসো তিনজন খেলোয়াড়কে বদলি করেন গোলদাতা গুলার ও ভিনিসিউসের পাশাপাশি ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডকে নামানো হয়। মাঠে নামানো হয় দানি সেবাইয়োস, রদ্রিগো ও দানি কার্ভাহালকে।

খেলা শেষ হওয়ার আগে এমবাপে গোল করার চেষ্টা করেন, তবে ডিফেন্ডার তাকে সফল হতে দেননি। এই ম্যাচে গোলবিহীন থাকলেন বিশ্বকাপজয়ী ফরাসি স্ট্রাইকার।

এই জয় নিয়ে রিয়াল মাদ্রিদ লা লিগায় ৩ ম্যাচে ৩ জয় নিয়ে শীর্ষ স্থানে রয়েছে। অপরদিকে মায়োর্কা ১৮তম স্থানে রয়েছে মাত্র ১ পয়েন্ট নিয়ে।

ট্যাগস :

শারদীয় দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে আমীরে জামায়াতের শুভেচ্ছা

গুলার-ভিনির গোলে রিয়ালের টানা তিন জয়

আপডেট সময় ০৮:২০:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত লা লিগার ম্যাচে মায়োর্কাকে ২-১ গোলে হারিয়ে টানা তিন জয় রিয়াল মাদ্রিদের। শুরুতে আচমকা গোল হজম করেও আক্রমণে দ্রুত বলীয়ান হয়ে ওঠে জাবি আলোনসোর শিষ্যরা। আর্দা গুলার ও ভিনিসিউস জুনিয়রের গোলে জয় নিশ্চিত করেছে স্বাগতিকরা।

মায়োর্কার পক্ষে ভেদাত মুরিকি প্রথমে গোল করেন এবং দলকে এগিয়ে নেন। তবে ৩২তম মিনিটে আলভারো কারেরাসের ক্রস থেকে ডিন হাউসেনের হেড পাসে সমতা ফিরিয়ে আনে আর্দা গিলের। দুই মিনিট পর ফেদেরিকো ভালভের্দের পাস পেয়ে বক্সের বাইরে থেকে দারুণ শটে ভিনিসিউস জুনিয়র রিয়ালকে এগিয়ে দেন।

ম্যাচজুড়ে রিয়াল বল দখলে রাখে ৫৮ শতাংশ সময় এবং ১৭টি শট নেয়, যার ৭টি লক্ষ্যে যায়। যদিও গোল হয়েছে মাত্র দুইটি। মায়োর্কাও আক্রমণে সমান তালে ছিল; ৯টি শটের মধ্যে ৫টি লক্ষ্যে গিয়েছে।

দ্বিতীয়ার্ধে রিয়ালের আক্রমণ আরও তীব্র হয়, তবে গোল পাওয়ার আরও কয়েকটি সুযোগ থেকে গোল হয়নি অফসাইড ও হ্যান্ডবল ফাউলের কারণে। ৬৬তম মিনিটে সামু কস্তার ঝাঁপানো ভলিতে গোল দিতে পারেননি রিয়ালের নতুন ডিফেন্ডার আলভারো কারেরাস।

৭২তম মিনিটে কোচ আলোনসো তিনজন খেলোয়াড়কে বদলি করেন গোলদাতা গুলার ও ভিনিসিউসের পাশাপাশি ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডকে নামানো হয়। মাঠে নামানো হয় দানি সেবাইয়োস, রদ্রিগো ও দানি কার্ভাহালকে।

খেলা শেষ হওয়ার আগে এমবাপে গোল করার চেষ্টা করেন, তবে ডিফেন্ডার তাকে সফল হতে দেননি। এই ম্যাচে গোলবিহীন থাকলেন বিশ্বকাপজয়ী ফরাসি স্ট্রাইকার।

এই জয় নিয়ে রিয়াল মাদ্রিদ লা লিগায় ৩ ম্যাচে ৩ জয় নিয়ে শীর্ষ স্থানে রয়েছে। অপরদিকে মায়োর্কা ১৮তম স্থানে রয়েছে মাত্র ১ পয়েন্ট নিয়ে।