রাজধানীর কাকরাইলে গত শুক্রবার (২৯ আগস্ট) রাতে গণঅধিকার পরিষদের নেতাদের ওপর নির্বিচারে লাঠিপেটার ঘটনায় ভাইরাল হওয়া মেরুন গেঞ্জির যুবকের পরিচয় পাওয়া গেছে।
তিনি রাজধানীর পল্টন থানার ওসি’র গাড়িচালক কনস্টেবল মিজানুর রহমান (বিপি নম্বর- ৯৭১৭১৯৭২৪৩)।শনিবার (৩০ আগস্ট) বিকালে এ তথ্য জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ওই মেরুন রঙের টি-শার্ট পরিহিত ব্যক্তি পুলিশ কনস্টেবল মিজানুর রহমান। তিনি পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আমীনের গাড়িচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পল্টন থানার একটি সূত্র বলছে, মিজানুর রহমান নুরুল হক নুরকে আঘাত করেননি, বরং অন্য এক কর্মীর ওপর হামলা চালিয়েছিলেন।
গতকাল দুপুর দেড়টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পল্টন থানায় ঘুরে অন্তত সাতজন পুলিশ সদস্যের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছে। যদিও এ ব্যাপারে থানার ওসি নাসিরুল আমিনের বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্যের জন্য থানায় তার কক্ষে গিয়েও তাকে পাওয়া যায়নি। দুপুর থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত তার সরকারি মোবাইল নম্বরে আটবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
তবে পল্টন থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান শেখকে জিজ্ঞেস করা হয়, আখতারুজ্জামান সম্রাটকে মারধর করা সেই ব্যক্তি পল্টন থানার ওসির গাড়িচালক কি না। জবাবে তিনি বলেন, ‘আমি শুনেছি। তবে নিশ্চিত নই।’ সন্ধ্যায় পল্টন থানার ডিউটি অফিসারের কাছে জানতে চাওয়া হয় ওসির গাড়িচালকের নাম কী? তিনি বলেন, ‘মিজানুর রহমান।’
এদিকে, গতকাল দুপুরে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ফেসবুকে দেওয়া এক পোস্টে দাবি করেন, মেরুন রঙের টি-শার্ট পরা ব্যক্তিটি একজন পুলিশ কনস্টেবল। পোস্টে তিনি লেখেন, ‘লাল শার্ট পরিহিত ব্যক্তি পুলিশের কনস্টেবল। তার নাম মিজানুর রহমান। তিনি ছাত্রনেতা সম্রাটের ওপর হামলা করেছেন।’