ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা ১৪ হাজার ছাড়াল

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ০৭:৩৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩
  • 160

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে মৃতের সংখ্যা ১৪ হাজার ছাড়াল

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ১২৮ জন। গাজার হামাস সরকার মঙ্গলবার এই তথ্য জানিয়েছে। হামাস সরকার বলেছে, নিহতদের মধ্যে পাঁচ হাজার ৮৪০ শিশু এবং তিন হাজার ৯২০ জন নারী রয়েছে। এ ছাড়া আরো ৩৩ হাজার মানুষ আহত হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আগে বলেছিল, যুদ্ধে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। কারণ তীব্র লড়াইয়ের কারণে অনেক মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এর পর থেকেই ফিলিস্তিনে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের বাহিনী।

এদিকে কাতার, মিসর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় ইসরায়েল এবং হামাস একটি অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে। এই চুক্তিতে গাজায় জিম্মি ৫০ জন নারী ও শিশুকে মুক্তি দেওয়া হবে এবং ইসরায়েলি কারাগারে আটক ১৫০ ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তি দেওয়া হবে। কাতার জানিয়েছে, যুদ্ধবিরতির শুরুর সময় পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঘোষণা করা হবে এবং এই বিরতি চার দিন ধরে চলবে। তবে বিরতি বাড়ানোর সম্ভাবনাও রয়েছে।

চুক্তির আওতায় বিপুলসংখ্যক মানবিক সাহায্য-সহায়তা ফিলিস্তিনে প্রবেশ করবে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ‘চুক্তি মানে যুদ্ধ বন্ধ হবে না।’
জাতিসংঘ গতকাল বলেছে, গাজায় হামলার কারণে জ্বালানি ঘাটতি, পানির অভাব ও নাজুক পয়োনিষ্কাশন ব্যবস্থার কারণে শোচনীয় অবস্থা তৈরি হয়েছে। এ ছাড়া গাজায় ১৭ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

ভারতকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা ১৪ হাজার ছাড়াল

আপডেট সময় ০৭:৩৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ১২৮ জন। গাজার হামাস সরকার মঙ্গলবার এই তথ্য জানিয়েছে। হামাস সরকার বলেছে, নিহতদের মধ্যে পাঁচ হাজার ৮৪০ শিশু এবং তিন হাজার ৯২০ জন নারী রয়েছে। এ ছাড়া আরো ৩৩ হাজার মানুষ আহত হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আগে বলেছিল, যুদ্ধে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। কারণ তীব্র লড়াইয়ের কারণে অনেক মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এর পর থেকেই ফিলিস্তিনে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের বাহিনী।

এদিকে কাতার, মিসর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় ইসরায়েল এবং হামাস একটি অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে। এই চুক্তিতে গাজায় জিম্মি ৫০ জন নারী ও শিশুকে মুক্তি দেওয়া হবে এবং ইসরায়েলি কারাগারে আটক ১৫০ ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তি দেওয়া হবে। কাতার জানিয়েছে, যুদ্ধবিরতির শুরুর সময় পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঘোষণা করা হবে এবং এই বিরতি চার দিন ধরে চলবে। তবে বিরতি বাড়ানোর সম্ভাবনাও রয়েছে।

চুক্তির আওতায় বিপুলসংখ্যক মানবিক সাহায্য-সহায়তা ফিলিস্তিনে প্রবেশ করবে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ‘চুক্তি মানে যুদ্ধ বন্ধ হবে না।’
জাতিসংঘ গতকাল বলেছে, গাজায় হামলার কারণে জ্বালানি ঘাটতি, পানির অভাব ও নাজুক পয়োনিষ্কাশন ব্যবস্থার কারণে শোচনীয় অবস্থা তৈরি হয়েছে। এ ছাড়া গাজায় ১৭ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।