কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে একটি চিরকুট পাওয়া গেছে। এতে লেখা রয়েছে- ‘আমাদের নির্বাচন চাই না, দরকার ইউনূস সরকার’। শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টায় কিশোরগঞ্জের পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খুলে ৩২ বস্তা দেশি-বিদেশি মুদ্রা, স্বর্ণ-রৌপ্য অলঙ্কারের মধ্যে মিলে বিভিন্ন ধরনের অসংখ্য চিরকুট।
জানা যায়, পাগলা মসজিদে সাধারণত মনের ব্যক্তিগত বাসনা পূরণে বিভিন্ন ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন বয়সের নারী-পুরুষ নানা ধরনের মানত করে থাকেন। আবার এক শ্রেণির দরিদ্র মানুষ যারা অর্থ কিংবা মূল্যবান কোনো কিছু দান করতে না পারেন- তাদের অনেকে নিজে কিংবা অন্য কাউকে দিয়ে লিখিয়ে দানবাক্সে চিরকুট ফেলেন।
এক বেনামি চিরকুটে এক ব্যক্তি লিখেছেন, ‘হে পাগলা বাবা তোমার দোয়ার বরকতে নির্বাচন চাই না, আমাদের দরকার ইউনূস সরকার, তুমি দোয়া কারো যেন নির্বাচন না হয়, দোয়া রহিল। ইতি সাধারণ জনগণ।