ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ‘রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করবে বিএনপি’ Logo মতিঝিলে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা Logo জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল ২০২৫: উদ্বোধনী ম্যাচে জয় পেল মুন্সিগঞ্জ Logo জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে একমত জামায়াত: মোহাম্মদ তাহের Logo চাকসু নির্বাচন: ডোপ টেস্ট পজিটিভ হলেই প্রার্থিতা বাতিল Logo হলুদ হেলমেট পরেছিলেন জাপার মহাসচিব, সংবাদ সম্মেলনে স্বীকারোক্তি Logo ‘আমাদের নির্বাচন চাই না’ লেখা চিরকুট মিললো পাগলা মসজিদের দান বক্সে Logo বাতিল হওয়া এনআইডি সংশোধন আবেদনের সময় বাড়লো Logo পাগলা মসজিদের চিঠি: নির্বাচন চাই না, আমাদের দরকার ইউনুস সরকার Logo জাপাকে বিরোধী দল বানানোর চেষ্টা করছে ডিজিএফআই: রাশেদ খান

বাংলাদেশকে ১৩৭ রানের লক্ষ্য দিল নেদারল্যান্ডস

সিলেটে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান করে নেদারল্যান্ডস। এতে নির্ধারিত ২০ ওভারে জয়ের জন্য ১৩৭ রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ।

দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেছেন তেজা। বাংলাদেশের হয়ে ২৮ রানে ৪ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার তাসকিন।

ইনিংসের প্রথম ওভারেই স্পিন আক্রমনে যান লিটন দাস। নতুন বল তুলে দেন শেখ মেহেদির হাতে। প্রথম ওভারে ডানহাতি এই অফ স্পিনার বেশ নিয়ন্ত্রিত বোলিং করেন। তবে দ্বিতীয় ওভার করতে এসে তিন বাউন্ডারি হজম করেন শরিফুল ইসলাম। তাই এক ওভার করার পরই শরিফুলকে সরিয়ে তাসকিন আহমেদকে আক্রমণে আনেন লিটন। তাতেই সাফল্যের দেখা পায় বাংলাদেশ।

এক ওভার করার পরই শরিফুলকে সরিয়ে তাসকিন আহমেদকে আক্রমণে আনেন লিটন। তাতেই সাফল্যের দেখা পায় বাংলাদেশ। ইনিংসের চতুর্থ ওভারে বোলিংয়ে এসে নিজের করা প্রথম বলেই ব্রেকথ্রু এনে দেন তাসকিন।

মিডল-লেগ স্টাম্পের ওপর করা গুড লেংথের বলে শর্ট কভারে জাকের আলির হাতে ক্যাচ দিয়েছেন ম্যাক্স ও’ডাউড। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১৫ বলে ২৩ রান। অষ্টম ওভারে বোলিংয়ে ফিরে আবারো প্রথম বলেই উইকেট পেয়েছেন তাসকিন। এবার তার শিকার ভিক্রমজিত সিং। এই পেসারের করা খাটো লেংথের বলে লং অনে ধরা পরেন ভিক্রম।

বল হাতে এদিন চমক দেখান দুই বছর পর দলে জায়গা পাওয়া সাইফ হাসান। প্রথমবার বল হাতে নিয়েই উইকেট শিকার করেন এই অলরাউন্ডার। ইনিংসের ১০তম আর নিজের প্রথম ওভারেই তুলে নেন দুই উইকেট। সাইফ সাজঘরে ফেরান তেজা নিদারামানুরু (২৬ বলে ২৬) ও স্কট এডওয়ার্ডসকে (৭ বলে ১২)। আর শরিজ আহমেদকে (১৪ বলে ১৫) প্যাভিলিয়নে ফেরান মুস্তাফিজ।

৮৬ রানে পঞ্চম উইকেট হারানো ডাচরা আর ঘুরে দাঁড়াতে পারেনি। তাসকিন আহমেদ পান চার উইকেট। এ ছাড়াও সাইফ হাসান ২টি, আর মুস্তাফিজুর রহমান নেন ১ উইকেট।

জনপ্রিয় সংবাদ

‘রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করবে বিএনপি’

বাংলাদেশকে ১৩৭ রানের লক্ষ্য দিল নেদারল্যান্ডস

আপডেট সময় ০৮:২৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

সিলেটে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান করে নেদারল্যান্ডস। এতে নির্ধারিত ২০ ওভারে জয়ের জন্য ১৩৭ রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ।

দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেছেন তেজা। বাংলাদেশের হয়ে ২৮ রানে ৪ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার তাসকিন।

ইনিংসের প্রথম ওভারেই স্পিন আক্রমনে যান লিটন দাস। নতুন বল তুলে দেন শেখ মেহেদির হাতে। প্রথম ওভারে ডানহাতি এই অফ স্পিনার বেশ নিয়ন্ত্রিত বোলিং করেন। তবে দ্বিতীয় ওভার করতে এসে তিন বাউন্ডারি হজম করেন শরিফুল ইসলাম। তাই এক ওভার করার পরই শরিফুলকে সরিয়ে তাসকিন আহমেদকে আক্রমণে আনেন লিটন। তাতেই সাফল্যের দেখা পায় বাংলাদেশ।

এক ওভার করার পরই শরিফুলকে সরিয়ে তাসকিন আহমেদকে আক্রমণে আনেন লিটন। তাতেই সাফল্যের দেখা পায় বাংলাদেশ। ইনিংসের চতুর্থ ওভারে বোলিংয়ে এসে নিজের করা প্রথম বলেই ব্রেকথ্রু এনে দেন তাসকিন।

মিডল-লেগ স্টাম্পের ওপর করা গুড লেংথের বলে শর্ট কভারে জাকের আলির হাতে ক্যাচ দিয়েছেন ম্যাক্স ও’ডাউড। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১৫ বলে ২৩ রান। অষ্টম ওভারে বোলিংয়ে ফিরে আবারো প্রথম বলেই উইকেট পেয়েছেন তাসকিন। এবার তার শিকার ভিক্রমজিত সিং। এই পেসারের করা খাটো লেংথের বলে লং অনে ধরা পরেন ভিক্রম।

বল হাতে এদিন চমক দেখান দুই বছর পর দলে জায়গা পাওয়া সাইফ হাসান। প্রথমবার বল হাতে নিয়েই উইকেট শিকার করেন এই অলরাউন্ডার। ইনিংসের ১০তম আর নিজের প্রথম ওভারেই তুলে নেন দুই উইকেট। সাইফ সাজঘরে ফেরান তেজা নিদারামানুরু (২৬ বলে ২৬) ও স্কট এডওয়ার্ডসকে (৭ বলে ১২)। আর শরিজ আহমেদকে (১৪ বলে ১৫) প্যাভিলিয়নে ফেরান মুস্তাফিজ।

৮৬ রানে পঞ্চম উইকেট হারানো ডাচরা আর ঘুরে দাঁড়াতে পারেনি। তাসকিন আহমেদ পান চার উইকেট। এ ছাড়াও সাইফ হাসান ২টি, আর মুস্তাফিজুর রহমান নেন ১ উইকেট।