লক্ষ্মীপুরে যৌথবাহিনীর অভিযানের সময় ভিডিও করায় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস-এর লক্ষ্মীপুর প্রতিনিধি ও দৈনিক কালের প্রবাহের স্টাফ রিপোর্টার মু. সাইফুল ইসলাম হেনস্তার শিকার হয়েছেন।
গতকাল শুক্রবার ২৯ আগস্ট সন্ধ্যায় জেলা শহরের দালালবাজার দীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, সদর উপজেলার ৪নং চররুহিতা ইউনিয়নের এক বাসিন্দাকে প্রায় ১৫ জন বখাটে আটকে রেখে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এসময় যৌথবাহিনীর টহল দলের ঘটনাটি নজরে আসলে তৎক্ষণাৎ অভিযান চালায় বখাটেরা দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি মোটরবাইক উদ্ধার করে যৌথবাহিনী।
পরে প্রায় ২০মিনিট পর মোটরসাইকেলে’র মালিক দাবি করে এক ব্যক্তি ঘটনাস্থলে আসে। এসময় সাংবাদিক সাইফুল ইসলাম ঘটনার দৃশ্য ভিডিও ধারণ করলে ওই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে তার ওপর চড়াও হয় এবং হেনস্তার করার চেষ্টা করে।
উদ্ধারকৃত মোটরসাইকেলটি লাইসেন্স ও ফিটনেসবিহীন বলে জানা গেছে।