ঢাকা ০৯:০১ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আইসিইউতে চিকিৎসাধীন নুরের সর্বশেষ অবস্থা জানালো চিকিৎসকরা

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় তিনি মারাত্মকভাবে আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছেন।

সর্বশেষ চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথায় আঘাত লেগে রক্তক্ষরণ হয়েছে, পাশাপাশি নাক ও ডান চোয়ালের হাড় ভেঙে গেছে।

আজ শনিবার (৩০ আগস্ট) সকালে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ সাংবাদিকদের এসব তথ্য জানান।

ডা. মোস্তাক আহমেদ বলেন, শুক্রবার রাত ১১টা ২০ মিনিটের দিকে নুরুল হক নুরকে হাসপাতালে আনা হয়। এসময় তিনি রক্তাক্ত অবস্থায় ছিলেন এবং নাকের ভেতরে গজ ব্যান্ডেজ দেয়া ছিল। পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

ডা. মোস্তাক আহমেদ বলেছেন, রাতেই তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সকালে মাথার সিটিস্ক্যান করানো হলে দেখা যায়, মাথায় আঘাতের পাশাপাশি সামান্য রক্তক্ষরণ হয়েছে। নাক ও ডান চোয়ালের হাড় ভেঙে গেছে। তার চোখ ও মুখ ফুলে গেছে, চোখে রক্ত জমাট বেঁধেছে। তবে শরীরের অন্য কোথাও বড় ধরনের আঘাত পাওয়া যায়নি।

নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক ডা. জাহিদ রায়হান বলেছেন, নুর এখনও শঙ্কামুক্ত নন। মাথার ভেতরে পানি জমাট বেঁধেছে। তবে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের ধারণা, আপাতত কোনো অপারেশনের প্রয়োজন নেই।

চিকিৎসক দল জানায়, নাক-কান-গলা, চক্ষু, নিউরোসার্জারি ও ক্যাজুয়েলটি বিভাগের চিকিৎসকরা মিলে গঠিত মেডিকেল বোর্ড নুরের চিকিৎসা পর্যবেক্ষণ করছে। শিগগিরই বোর্ড তার চিকিৎসার পরবর্তী করণীয় নির্ধারণ করবে।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানায়, নুর বর্তমানে অক্সিজেন সম্বলিত বেডে ভর্তি আছেন। তার ডান চোখে রক্ত জমাট বেঁধেছে, চোখ খুলতে পারছেন না। তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন। পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছে।

জনপ্রিয় সংবাদ

পাকিস্তান-আফগানিস্তান ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত

আইসিইউতে চিকিৎসাধীন নুরের সর্বশেষ অবস্থা জানালো চিকিৎসকরা

আপডেট সময় ১২:২৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় তিনি মারাত্মকভাবে আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছেন।

সর্বশেষ চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথায় আঘাত লেগে রক্তক্ষরণ হয়েছে, পাশাপাশি নাক ও ডান চোয়ালের হাড় ভেঙে গেছে।

আজ শনিবার (৩০ আগস্ট) সকালে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ সাংবাদিকদের এসব তথ্য জানান।

ডা. মোস্তাক আহমেদ বলেন, শুক্রবার রাত ১১টা ২০ মিনিটের দিকে নুরুল হক নুরকে হাসপাতালে আনা হয়। এসময় তিনি রক্তাক্ত অবস্থায় ছিলেন এবং নাকের ভেতরে গজ ব্যান্ডেজ দেয়া ছিল। পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

ডা. মোস্তাক আহমেদ বলেছেন, রাতেই তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সকালে মাথার সিটিস্ক্যান করানো হলে দেখা যায়, মাথায় আঘাতের পাশাপাশি সামান্য রক্তক্ষরণ হয়েছে। নাক ও ডান চোয়ালের হাড় ভেঙে গেছে। তার চোখ ও মুখ ফুলে গেছে, চোখে রক্ত জমাট বেঁধেছে। তবে শরীরের অন্য কোথাও বড় ধরনের আঘাত পাওয়া যায়নি।

নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক ডা. জাহিদ রায়হান বলেছেন, নুর এখনও শঙ্কামুক্ত নন। মাথার ভেতরে পানি জমাট বেঁধেছে। তবে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের ধারণা, আপাতত কোনো অপারেশনের প্রয়োজন নেই।

চিকিৎসক দল জানায়, নাক-কান-গলা, চক্ষু, নিউরোসার্জারি ও ক্যাজুয়েলটি বিভাগের চিকিৎসকরা মিলে গঠিত মেডিকেল বোর্ড নুরের চিকিৎসা পর্যবেক্ষণ করছে। শিগগিরই বোর্ড তার চিকিৎসার পরবর্তী করণীয় নির্ধারণ করবে।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানায়, নুর বর্তমানে অক্সিজেন সম্বলিত বেডে ভর্তি আছেন। তার ডান চোখে রক্ত জমাট বেঁধেছে, চোখ খুলতে পারছেন না। তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন। পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছে।