ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ফ্যাসিবাদের পতনের পর নুরের ওপর হামলা ন্যক্কারজনক: জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার গণঅধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নুরসহ অর্ধ শতাধিক নেতাকর্মীর ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র নিন্দা জানিয়েছেন।

২৯ আগস্ট (শুক্রবার) সন্ধ্যার দিকে রাজধানীর বিজয়নগরে ন্যক্কারজনক হামলায় নুরুল হক নুর ও তার দলের অর্ধ শতাধিক নেতাকর্মী গুরুতরভাবে আহত হন। এ ঘটনায় শুক্রবার রাতে এক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন—“ফ্যাসিবাদের পতনের পর এই হামলার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক, অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি, তীব্র নিন্দা জানাচ্ছি এবং আহতদের প্রতি সমবেদনা জানাচ্ছি। তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।”

তিনি আরও বলেন, জাতি যখন নতুন বাংলাদেশ বিনির্মাণের দিকে এগিয়ে যাচ্ছে, তখন এ ধরনের ঘটনা ফ্যাসিবাদের কথাই স্মরণ করিয়ে দেয়। রাজনৈতিক সহনশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশে এগিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে সহিংসতার ঘটনায় সেনাবাহিনীর বিবৃতি

ফ্যাসিবাদের পতনের পর নুরের ওপর হামলা ন্যক্কারজনক: জামায়াত

আপডেট সময় ০১:২৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার গণঅধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নুরসহ অর্ধ শতাধিক নেতাকর্মীর ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র নিন্দা জানিয়েছেন।

২৯ আগস্ট (শুক্রবার) সন্ধ্যার দিকে রাজধানীর বিজয়নগরে ন্যক্কারজনক হামলায় নুরুল হক নুর ও তার দলের অর্ধ শতাধিক নেতাকর্মী গুরুতরভাবে আহত হন। এ ঘটনায় শুক্রবার রাতে এক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন—“ফ্যাসিবাদের পতনের পর এই হামলার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক, অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি, তীব্র নিন্দা জানাচ্ছি এবং আহতদের প্রতি সমবেদনা জানাচ্ছি। তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।”

তিনি আরও বলেন, জাতি যখন নতুন বাংলাদেশ বিনির্মাণের দিকে এগিয়ে যাচ্ছে, তখন এ ধরনের ঘটনা ফ্যাসিবাদের কথাই স্মরণ করিয়ে দেয়। রাজনৈতিক সহনশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশে এগিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।