ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

প্রভাবশালীর দেয়াল ২৫ পরিবারের চলাচলের সড়কে: গুঁড়িয়ে দিল প্রশাসন

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী উপজেলার বাটিকামারা এলাকায় অন্তত ২৫টি পরিবারের চলাচলের একমাত্র সড়ক ইটের দেয়াল দিয়ে দখল করার অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। এতে শতাধিক মানুষ চরম ভোগান্তিতে পড়েন।

এছাড়া হুমকির শিকার হয় একটি পোল্ট্রি ফার্ম, ওষুধ ফার্মেসি ও পোল্ট্রি খাবারের দোকান। অভিযোগের ভিত্তিতে প্রশাসন পরে উচ্ছেদ অভিযান চালিয়ে দেয়াল গুঁড়িয়ে দেয়।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার অভিযান পরিচালনা করেন। স্থানীয়রা এই কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন।

সকাল ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক ঘেষে শিপলু তেলপাম্পের পাশে অন্তত ২৫টি পরিবারের বসবাস এবং কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সেখানে চলাচলের একমাত্র সড়কে ইটের দেয়াল ও বালুর স্তূপ রাখা হয়েছে।

শিপলু পোল্ট্রি ফিড ও ফার্মেসির মালিক মো. বাবুল হোসেন বলেন, ‘আমার জমির ওপর দিয়ে চলাচলের সড়ক। দীর্ঘদিন ধরে এই পাড়ায় ২৫-৩০ ঘরের মানুষ চলাচল করে। ব্যবসার বাণিজ্যের গাড়ি ও মানুষ চলাচল করে। কিন্তু গত মঙ্গলবার স্থানীয় প্রভাবশালী রেজাউল, জিয়াউর ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুন বিশ্বাসসহ কয়েকজন ভূমিখেকো এসে প্রাচীর দিয়েছে। বালু ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এতে সকলেই চরম ভোগান্তিতে পড়েছি।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেন, ‘একটা রাস্তা। সেটিও কয়েকদিন ধরে প্রভাবশালীরা দখলের উদ্দেশ্যে দেয়াল দিয়েছে। বাড়ি থেকে বের হওয়ার উপায় নেই।’

তমাল আক্তার পিয়াস বলেন, ‘প্রায় দুই শতকের বেশি জমি নিয়ে আদালতে মামলা চলছে। আদালত অস্থায়ী আদেশ জারি করেছে। তবুও আদালতের আইন অমান্য করে প্রভাবশালীরা দখলের পাঁয়তারা করছেন। প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।’

অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুন বিশ্বাস বলেন, ‘জমি নিয়ে জিয়ার সঙ্গে বিরোধ। সালিসে আমাকে ডেকেছিল। সমাধানের জন্য গিয়েছিলাম। তবে জনদুর্ভোগ সৃষ্টির সঙ্গে জড়িত নয়।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার বলেন, ‘কিছু লোক ২৫টি পরিবার ও কয়েকটি ব্যবসা বাণিজ্যের চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। অভিযানের মাধ্যমে ইটের দেয়াল গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং বালুর স্তূপ অপসারণ করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।’

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় নিজ বাড়ির সেপটিক ট্যাংক থেকে যুবকের লাশ উদ্ধার

প্রভাবশালীর দেয়াল ২৫ পরিবারের চলাচলের সড়কে: গুঁড়িয়ে দিল প্রশাসন

আপডেট সময় ০৮:২৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী উপজেলার বাটিকামারা এলাকায় অন্তত ২৫টি পরিবারের চলাচলের একমাত্র সড়ক ইটের দেয়াল দিয়ে দখল করার অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। এতে শতাধিক মানুষ চরম ভোগান্তিতে পড়েন।

এছাড়া হুমকির শিকার হয় একটি পোল্ট্রি ফার্ম, ওষুধ ফার্মেসি ও পোল্ট্রি খাবারের দোকান। অভিযোগের ভিত্তিতে প্রশাসন পরে উচ্ছেদ অভিযান চালিয়ে দেয়াল গুঁড়িয়ে দেয়।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার অভিযান পরিচালনা করেন। স্থানীয়রা এই কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন।

সকাল ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক ঘেষে শিপলু তেলপাম্পের পাশে অন্তত ২৫টি পরিবারের বসবাস এবং কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সেখানে চলাচলের একমাত্র সড়কে ইটের দেয়াল ও বালুর স্তূপ রাখা হয়েছে।

শিপলু পোল্ট্রি ফিড ও ফার্মেসির মালিক মো. বাবুল হোসেন বলেন, ‘আমার জমির ওপর দিয়ে চলাচলের সড়ক। দীর্ঘদিন ধরে এই পাড়ায় ২৫-৩০ ঘরের মানুষ চলাচল করে। ব্যবসার বাণিজ্যের গাড়ি ও মানুষ চলাচল করে। কিন্তু গত মঙ্গলবার স্থানীয় প্রভাবশালী রেজাউল, জিয়াউর ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুন বিশ্বাসসহ কয়েকজন ভূমিখেকো এসে প্রাচীর দিয়েছে। বালু ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এতে সকলেই চরম ভোগান্তিতে পড়েছি।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেন, ‘একটা রাস্তা। সেটিও কয়েকদিন ধরে প্রভাবশালীরা দখলের উদ্দেশ্যে দেয়াল দিয়েছে। বাড়ি থেকে বের হওয়ার উপায় নেই।’

তমাল আক্তার পিয়াস বলেন, ‘প্রায় দুই শতকের বেশি জমি নিয়ে আদালতে মামলা চলছে। আদালত অস্থায়ী আদেশ জারি করেছে। তবুও আদালতের আইন অমান্য করে প্রভাবশালীরা দখলের পাঁয়তারা করছেন। প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।’

অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুন বিশ্বাস বলেন, ‘জমি নিয়ে জিয়ার সঙ্গে বিরোধ। সালিসে আমাকে ডেকেছিল। সমাধানের জন্য গিয়েছিলাম। তবে জনদুর্ভোগ সৃষ্টির সঙ্গে জড়িত নয়।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার বলেন, ‘কিছু লোক ২৫টি পরিবার ও কয়েকটি ব্যবসা বাণিজ্যের চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। অভিযানের মাধ্যমে ইটের দেয়াল গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং বালুর স্তূপ অপসারণ করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।’