ঢাকা ১২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইউপিইউ কাউন্সিলে বাংলাদেশ পুনর্নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন Logo ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশাধিকার অবশ্যই সুরক্ষিত রাখতে হবে- ড. ইফতেখারুজ্জামান Logo পাহাড়ি ঢলে শেরপুরে বাঁধ ভেঙে প্লাবিত নিম্নাঞ্চল,নিহত ২ Logo ৮০ টাকার নিচে কোনও সবজি নেই ,বেড়েছে ডিমের দাম Logo উত্তাল ফ্রান্স, রাস্তায় লক্ষাধিক মানুষ Logo শুরু হয়েছে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি, শেষ হবে দুপুর ১২টায় Logo নওগাঁয় ভুয়া ৪ পুলিশ সদস্যসহ গ্রেফতার ৬ Logo শেখ হাসিনা পালানোর সময় শেখ রেহানা ও সালমান এফ রহমান কথোপকথন Logo এবি পার্টি থেকে জামায়াতে যোগ দিলেন ৪০ নেতাকর্মী Logo আজ শুরু হচ্ছে ৪৭তম বিসিএসের প্রিলি পরিক্ষা, পরীক্ষার্থীদের করণীয়

অক্টোবরে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট শুরু: শেখ বশিরউদ্দীন

কক্সবাজার বিমানবন্দরে আগামী অক্টোবরের মাঝামাঝি আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে কক্সবাজার বিমানবন্দরের কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

শেখ বশিরউদ্দীন জানান, কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনাল ভবনের প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। অক্টোবরের মাঝামাঝিতে প্রথমে সীমিত আকারে একটি ফ্লাইট দিয়ে আন্তর্জাতিক অপারেশন শুরু হবে। পরে ধাপে ধাপে ফ্লাইট সংখ্যা বাড়ানো হবে। পাশাপাশি আকর্ষণীয় মূল্যে যাত্রীদের টিকিট দেওয়ার উদ্যোগও নেওয়া হচ্ছে।

এর আগে বিমানবন্দর কর্তৃপক্ষ ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন শেখ বশিরউদ্দীন। পরে আন্তর্জাতিক টার্মিনাল ভবন ঘুরে কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং প্রকল্প কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বেগম নাসরীন জাহান, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

প্রকল্প কর্মকর্তাদের মতে, আন্তর্জাতিক ফ্লাইট চালুর ফলে কক্সবাজার পর্যটন শিল্পে নতুন দিগন্ত উন্মোচিত হবে। বিশেষ করে বিদেশি পর্যটকদের সরাসরি কক্সবাজারে আসা সহজ হবে- যা দেশের পর্যটন খাত ও বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলবে।

জনপ্রিয় সংবাদ

ইউপিইউ কাউন্সিলে বাংলাদেশ পুনর্নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন

অক্টোবরে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট শুরু: শেখ বশিরউদ্দীন

আপডেট সময় ০৭:০৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

কক্সবাজার বিমানবন্দরে আগামী অক্টোবরের মাঝামাঝি আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে কক্সবাজার বিমানবন্দরের কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

শেখ বশিরউদ্দীন জানান, কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনাল ভবনের প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। অক্টোবরের মাঝামাঝিতে প্রথমে সীমিত আকারে একটি ফ্লাইট দিয়ে আন্তর্জাতিক অপারেশন শুরু হবে। পরে ধাপে ধাপে ফ্লাইট সংখ্যা বাড়ানো হবে। পাশাপাশি আকর্ষণীয় মূল্যে যাত্রীদের টিকিট দেওয়ার উদ্যোগও নেওয়া হচ্ছে।

এর আগে বিমানবন্দর কর্তৃপক্ষ ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন শেখ বশিরউদ্দীন। পরে আন্তর্জাতিক টার্মিনাল ভবন ঘুরে কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং প্রকল্প কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বেগম নাসরীন জাহান, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

প্রকল্প কর্মকর্তাদের মতে, আন্তর্জাতিক ফ্লাইট চালুর ফলে কক্সবাজার পর্যটন শিল্পে নতুন দিগন্ত উন্মোচিত হবে। বিশেষ করে বিদেশি পর্যটকদের সরাসরি কক্সবাজারে আসা সহজ হবে- যা দেশের পর্যটন খাত ও বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলবে।