সরকারে চাকরিতে প্রকৌশলী কোটার নিয়ে সৃষ্টি শিক্ষার্থীদের আন্দোলন পুলিশের হামলার ঘটনায় ক্ষমা চেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
বুধবার (২৭ আগস্ট) রাত ১০টার দিকে শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করতে এসে ক্ষমা চান তিনি। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা ‘ভুয়া-ভুয়া’ স্লোগান দিতে থাকেন।
ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া—এই ৩ দফা দাবিতে গতকাল পাঁচ ঘণ্টা শাহবাগ অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা।