বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলার অন্তর্গত মিরসরাই উপজেলা শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা ২০২৫-এ জিপিএ-৫ প্রাপ্ত এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৭ আগস্ট) সকাল ৯টায় মিরসরাই উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি শওকত আলী। সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাঈন উদ্দিন রায়হান। উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা সভাপতি সাকিব হোসাইন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক আব্দুল্লাহ মোহাইমিন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট সাইফুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সমাজসেবা সম্পাদক আলহাজ্ব নুরুল করিম, মিরসরাই উপজেলা জামায়াতে ইসলামী আমীর নুরুল কবির,মিরসরাই পৌর জামায়াতের আমীর শিহাব উদ্দিন,জেলা শিক্ষা সম্পাদক গালিব বিন ইমামী, জেলা মিডিয়া সম্পাদক মিনহাজুল ইসলাম, জেলা এইচআরডি সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, জেলা অফিস সম্পাদক তানভিরুল ইসলাম এবং থানা ও ইউনিয়ন শাখার অন্যান্য দায়িত্বশীলরা।
অনুষ্ঠানে ইসলামী সংগীত ও অভিনয় পরিবেশন করেন চট্টগ্রাম উত্তর জেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ❝কর্ণফুলী শিল্পীগোষ্ঠী❞।
অনুষ্ঠান শেষে জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।