ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চাকসু প্রার্থীকে হেনস্তা করতে ফেইক আইডি খুলে অপপ্রচার Logo ছাত্রশিবিরকে নিয়ে দৈনিক ইনকিলাবের মিথ্যাচারপূর্ণ সংবাদের নিন্দা প্রকাশ Logo রাকসু নির্বাচন জরিপে শীর্ষ তিন পদেই এগিয়ে ছাত্রশিবির Logo চাকসুতে শীর্ষ ৩পদে এগিয়ে ছাত্রশিবির: সোচ্চারের জরীপ Logo দীর্ঘ অপেক্ষার অবসান, রাত পেরোলেই চাকসু নির্বাচন Logo শাজাহানপুরে জামায়াতে যোগ দিলেন বিএনপির ১২ নেতাকর্মী Logo মাদাগাস্কারের রাষ্ট্রক্ষমতা দখল করলো সেনাবাহিনী Logo রাজধানীতে দুই দিনব্যাপী ফ্র্যাগরেন্স এক্সিবিশন শুরু শুক্রবার Logo ছন্দে থাকা ব্রাজিলকে হারিয়ে ৩৬ বছরের অপেক্ষা ঘুচালো জাপান Logo শিক্ষকদের আন্দোলনে জামায়াত, ইসলামী আন্দোলন সহ যেসব দল-সংগঠনের একাত্মতা প্রকাশ

আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু আজ

জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ শুরু আজ।

বুধবার (২৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ বিচারকের প্যানেলে এ মামলায় সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

গত ৬ আগস্ট ট্রাইব্যুনাল এ মামলার ৩০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। তাদের মধ্যে বর্তমানে ৬ জন কারাগারে আছেন। বাকি ২৬ জন এখনো পলাতক, যাদের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশীদও রয়েছেন।

এর আগে গত ২২ জুলাই পলাতকদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত চারজন আইনজীবী নিয়োগ দেয়া হয়। অন্যদিকে গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন, এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। বুধবারের কার্যক্রমে তাদের উপস্থিতিতেই প্রসিকিউশন বক্তব্য উপস্থাপন করবে।

আলোচিত এ মামলায় গত ২৮ থেকে ৩০ জুলাই পর্যন্ত আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ গঠনের বিষয়ে শুনানি করেন। এ সময় তারা কয়েকজন আসামির অব্যাহতির আবেদনও জানান। অপরদিকে প্রসিকিউশনের পক্ষ থেকে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ অন্যরা মামলার অভিযোগের বিস্তারিত তুলে ধরেন।

উল্লেখ্য, গত ২৪ জুন আদালতে আলোচিত এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হয় এবং ৩০ জুন আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।

জনপ্রিয় সংবাদ

চাকসু প্রার্থীকে হেনস্তা করতে ফেইক আইডি খুলে অপপ্রচার

আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু আজ

আপডেট সময় ১০:২৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ শুরু আজ।

বুধবার (২৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ বিচারকের প্যানেলে এ মামলায় সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

গত ৬ আগস্ট ট্রাইব্যুনাল এ মামলার ৩০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। তাদের মধ্যে বর্তমানে ৬ জন কারাগারে আছেন। বাকি ২৬ জন এখনো পলাতক, যাদের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশীদও রয়েছেন।

এর আগে গত ২২ জুলাই পলাতকদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত চারজন আইনজীবী নিয়োগ দেয়া হয়। অন্যদিকে গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন, এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। বুধবারের কার্যক্রমে তাদের উপস্থিতিতেই প্রসিকিউশন বক্তব্য উপস্থাপন করবে।

আলোচিত এ মামলায় গত ২৮ থেকে ৩০ জুলাই পর্যন্ত আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ গঠনের বিষয়ে শুনানি করেন। এ সময় তারা কয়েকজন আসামির অব্যাহতির আবেদনও জানান। অপরদিকে প্রসিকিউশনের পক্ষ থেকে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ অন্যরা মামলার অভিযোগের বিস্তারিত তুলে ধরেন।

উল্লেখ্য, গত ২৪ জুন আদালতে আলোচিত এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হয় এবং ৩০ জুন আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।