ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ (জ্বালাময়ী জালাল) রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে আটক হয়ে পুলিশের কাছে সোপর্দ হয়েছেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করেছে।
গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আহত রবিউল হক (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সেশন ২০১৮-১৯) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ সাংবাদিকদের জানায়, জালাল আহমদের বিরুদ্ধে ইতোমধ্যে মামলা হয়েছে। এখন প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনা ডাকসু নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। প্রার্থিতা নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।
প্রক্টর আরও বলেন, শিক্ষার্থীরা হল প্রভোস্টের পদত্যাগ দাবি করলেও বিষয়টি উপাচার্যের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত হবে।
অভিযুক্ত জালাল আহমদ (জ্বালাময়ী জালাল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগের শিক্ষার্থী।