ঢাকা ০৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ৪০ দেশের প্রতিনিধি দলের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন Logo ফজলুর রহমানের দলীয় পদ ৩ মাসের জন্য স্থগিত করলো বিএনপি Logo শোকজের জবাবে যা লিখলেন ফজলুর রহমান Logo পরীক্ষার সময় ছাত্রদলের উচ্চস্বরে স্লোগান, ইসলামী ছাত্র আন্দোলনের নিন্দা Logo ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের পোস্টার ফেলে দেওয়ার অভিযোগ Logo তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এফসিটিসি’র আর্টিকেল ৫.৩ ব্যত্যয় না করার আহবান Logo শপথ নিয়েছেন হাইকোর্টের নবনিযুক্ত ২৫ বিচারপতি Logo বিমানবন্দরে বিদেশি নারীর লাগেজ থেকে ১৩০ কোটি টাকার মাদক জব্দ Logo ডাকসু নির্বাচনে মোতায়েন করা হবে সেনাবাহিনী Logo জুলাই গণহত্যা:আজ শেখ হাসিনার বিরুদ্ধে ৯ম দিনের সাক্ষ্যগ্রহণ

পরীক্ষার সময় ছাত্রদলের উচ্চস্বরে স্লোগান, ইসলামী ছাত্র আন্দোলনের নিন্দা

সরকারি তিতুমীর কলেজে ইনকোর্স পরীক্ষা চলাকালীন সময়ে তিতুমীর কলেজ ছাত্রদল কর্তৃক খালেদা জিয়ার নামে উচ্চস্বরে স্লোগান দেওয়ায় তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তিতুমীর কলেজ শাখা।

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, তিতুমীর কলেজ শাখার তথ্য, গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মদ হাবিবুল্লাহ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তিতুমীর কলেজ শাখার সভাপতি ইউনুস আহমেদ ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের যৌথ বিবৃতিতে বলা হয়, আজ ২৬শে আগস্ট, মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সরকারি তিতুমীর কলেজের বাংলা, ইংরেজি ও রাষ্ট্রবিজ্ঞানসহ বিভিন্ন বিভাগের ইনকোর্স পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ সময় দুপুর ১২টার দিকে জাতীয়তাবাদী ছাত্রদলের একাংশ ক্যাম্পাসে খালেদা জিয়ার নামে স্লোগান দিতে শুরু করে। এতে পরীক্ষার স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হয় এবং শিক্ষক-শিক্ষার্থীরা বিব্রতকর পরিস্থিতির শিকার হন।

বিবৃতিতে বলা হয়, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি শিক্ষা প্রতিষ্ঠানের মূল কাজ হলো জ্ঞানচর্চা ও শিক্ষার্থী গড়ে তোলা। সেখানে যেকোনো ধ্বংসাত্মক বা শিক্ষাবিরোধী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ সময় তারা কলেজের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য তিন দফা দাবি জানান।

১) কলেজ প্রশাসনকে অবশ্যই ক্যাম্পাসের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে।
২) পরীক্ষাকালীন সময়ে রাজনৈতিক স্লোগান বা কার্যক্রম সম্পূর্ণভাবে পরিহার করতে হবে।
৩) ক্যাম্পাসকে সর্বদা শিক্ষাবান্ধব ও নিরাপদ রাখতে হবে।

পরীক্ষা চলাকালীন সময়ে ছাত্রদলের স্লোগান দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসাইন বলেন, সবাই গণতন্ত্রে বিশ্বাস করে। যার যার কর্মসূচি সে পালন করবে। বিবৃতি দেওয়া তাদের গণতান্ত্রিক অধিকার তারা এটা করুক।

জনপ্রিয় সংবাদ

৪০ দেশের প্রতিনিধি দলের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

পরীক্ষার সময় ছাত্রদলের উচ্চস্বরে স্লোগান, ইসলামী ছাত্র আন্দোলনের নিন্দা

আপডেট সময় ০৬:১৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

সরকারি তিতুমীর কলেজে ইনকোর্স পরীক্ষা চলাকালীন সময়ে তিতুমীর কলেজ ছাত্রদল কর্তৃক খালেদা জিয়ার নামে উচ্চস্বরে স্লোগান দেওয়ায় তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তিতুমীর কলেজ শাখা।

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, তিতুমীর কলেজ শাখার তথ্য, গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মদ হাবিবুল্লাহ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তিতুমীর কলেজ শাখার সভাপতি ইউনুস আহমেদ ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের যৌথ বিবৃতিতে বলা হয়, আজ ২৬শে আগস্ট, মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সরকারি তিতুমীর কলেজের বাংলা, ইংরেজি ও রাষ্ট্রবিজ্ঞানসহ বিভিন্ন বিভাগের ইনকোর্স পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ সময় দুপুর ১২টার দিকে জাতীয়তাবাদী ছাত্রদলের একাংশ ক্যাম্পাসে খালেদা জিয়ার নামে স্লোগান দিতে শুরু করে। এতে পরীক্ষার স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হয় এবং শিক্ষক-শিক্ষার্থীরা বিব্রতকর পরিস্থিতির শিকার হন।

বিবৃতিতে বলা হয়, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি শিক্ষা প্রতিষ্ঠানের মূল কাজ হলো জ্ঞানচর্চা ও শিক্ষার্থী গড়ে তোলা। সেখানে যেকোনো ধ্বংসাত্মক বা শিক্ষাবিরোধী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ সময় তারা কলেজের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য তিন দফা দাবি জানান।

১) কলেজ প্রশাসনকে অবশ্যই ক্যাম্পাসের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে।
২) পরীক্ষাকালীন সময়ে রাজনৈতিক স্লোগান বা কার্যক্রম সম্পূর্ণভাবে পরিহার করতে হবে।
৩) ক্যাম্পাসকে সর্বদা শিক্ষাবান্ধব ও নিরাপদ রাখতে হবে।

পরীক্ষা চলাকালীন সময়ে ছাত্রদলের স্লোগান দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসাইন বলেন, সবাই গণতন্ত্রে বিশ্বাস করে। যার যার কর্মসূচি সে পালন করবে। বিবৃতি দেওয়া তাদের গণতান্ত্রিক অধিকার তারা এটা করুক।